হাট-বাজারের নামে টাকা বরাদ্দ নিয়ে সেই টাকা অন্য প্রকল্পে খরচ ও নাম সর্বস্ব প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করছে গজারিয়ায় ৪নং ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ লিটনকে শোকজ করেছে জেলা প্রশাসন। দৈনিক যুগান্তরসহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার সৈয়দা ইয়াসমিন সুলতানা স্বাক্ষরিত একটি চিঠি আমরা পেয়েছি। অভিযুক্ত চেয়ারম্যানকে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চিঠি প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার বলেন, এটি আমাদের অফিসিয়াল একটি বিষয় এ ব্যাপারে আপাতত এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। বিস্তারিত জানতে চাইলে ডিসি স্যারের সঙ্গে কথা বলে দেখতে পারেন। বিষয়টি সম্পর্কে জানতে চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ লিটনের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
যুগান্তর
Leave a Reply