মুন্সীগঞ্জের শ্রীনগরে ভগ্নিপতি রাসেল খান হত্যা মামলার পলাতক আসামি শেখ রহমানকে (৩২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। বৃহস্পতিবার রাজধানীর উত্তরা পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকালে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গ্রেফতার শেখ রহমান নিহত রাসেলের স্ত্রীর বড় ভাই। সে বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। যার ফলে সে মাদক সেবনের জন্য টাকা জোগাড় করতে বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। রাসেল বিষয়টি শেখ রহমানের পরিবারের সঙ্গে আলোচনা করেন। শেখ রহমানকে চিকিৎসার জন্য একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠায়। যে কারণে রাসেলের প্রতি ক্ষিপ্ত হয় শেখ রহমান। পরে শেখ রহমান গত ৩ সেপ্টেম্বর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা শেষে বাড়িতে ফিরে ৪০ দিনের জন্য চিল্লায় যাওয়ার ইচ্ছা পোষণ করে। চিল্লায় যাওয়ার কথা শুনে তার পরিবারের লোকজন অনেক আনন্দিত হয়। বিষয়টি শুনে রাসেল চিল্লায় যাওয়ার জন্য শেখ রহমানকে ৫ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেন।
পরে গত ১১ সেপ্টেম্বর শেখ রহমান চিল্লায় যাওয়ার কথা বলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়। ১৩ সেপ্টেম্বর রাসেল মুন্সীগঞ্জের শ্রীনগর থানাধীন রুদ্রপাড়া এলাকায় তার খালাশাশুড়ির বাসায় থাকেন। পরদিন ১৪ সেপ্টেম্বর ভোরে শেখ রহমান কৌশলে ঘরের জানালা ভেঙে ওই ঘরে ঢুকে চাইনিজ কুড়াল দিয়ে ঘুমন্ত রাসেলের মাথায় কোপ দেয়। এতে রাসেল গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে রাসেলের পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের পর রাসেলের বাবা রশিদ খান শ্রীনগর থানায় শেখ রহমানকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলার শেখ রহমানকে উত্তরা পশ্চিম এলাকা থেকে গ্রেফতার করা হয়।
যুগান্তর
Leave a Reply