মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ডিঙ্গি নৌকা ডুবে গেছে। এ সময় ডিঙ্গিতে থাকা সামছুউদ্দিন বেপারী (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। রোববার সকাল ৬টায় উপজেলার রাজানগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর ফুলহার লঞ্চ ঘাটের কাছে এ ঘটনা ঘটে।
নিহত সামছুউদ্দিন বেপারী ফুলহার গ্রামের মৃত তাহের আলীর ছেলে ও ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন সুলতানার বাবা।
রাজানগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তৈয়ব আলী ও ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান রাসেল জানান, সকাল ৬টায় সামছুউদ্দিন বেপারী গরুর ঘাসকাটার জন্য নিজের ডিঙ্গি নৌকা নিয়ে ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় খালি একটি বাল্কহেড ডিঙ্গির ওপর উঠিয়ে দিলে ডিঙ্গিটি পানিতে তলিয়ে যায় এবং নৌকায় থাকা সামছুউদ্দিন নিখোঁজ হন।
সিরাজদীখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ মো. নাছির উদ্দিন বলেন, ‘বিষয়টি আমরা অবগত আছি। নিখোঁজের সন্ধান পেতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।’
Leave a Reply