মুন্সীগঞ্জে ব্যবসায়ী হত্যা: ৫১ দিনেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি

মুন্সীগঞ্জের ব্যবসায়ী ফজল হক দেওয়ান হত্যার ৫১ দিন পেরিয়ে গেছে। এখনও গ্রেপ্তার হয়নি মূল আসামিরা। এ জন্য পুলিশের রহস্যজনক ভূমিকাকে দায়ী করেছেন স্বজনরা। তারা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে ফজলের স্বজনরা এলাকাবাসীকে নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ করেন।

সেখানে ফজলের মা মধুমালা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিনা অপরাধে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাঁর নিরপরাধ ছেলেকে হত্যা করেছে। এখন চার শিশু সন্তান নিয়ে ফজলের দুই স্ত্রী কীভাবে জীবনযাপন করবে– এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

ভাই লিটন দেওয়ান বলেন, গত ২৪ জুলাই দিনের বেলায় ছুরিকাঘাতে ফজলকে হত্যা করে মোশারফ হোসেন। এ ঘটনায় তারা মামলা করেন। হত্যার ৫১ দিন পরও প্রধান অভিযুক্ত মোশারফকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁর অভিযোগ, মামলার এজাহারে হত্যার হুকুমদাতা হিসেবে শাহ আলম হাওলাদার ও তানভীনের নাম যুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ এ বিষয়ে অসহযোগিতা করছে। এতে ইন্ধনদাতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এ সুযোগে হত্যাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভাই হারানোর শোকের মধ্যেই তাদের আতঙ্কে দিন কাটছে।

মোশারফকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান ফজলের দুই স্ত্রী আয়েশা বেগম ও কল্পনা বেগম। তারা মামলায় দুই হুকুমদাতার নামও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

ফজল হক সদর উপজেলার চরমুক্তারপুরের নুরুল হক দেওয়ানের ছেলে। গরু পালনের পাশাপাশি আলুর ব্যবসা করতেন। তিনি পঞ্চসার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগেরও সদস্য। মাদকের কারবার নিয়ে মোশারফের সঙ্গে তাঁর বিরোধ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

২৪ জুলাই দুপুরে তাঁর ভগ্নিপতির দোকানে চাঁদা দাবি করে মোশারফ। এ নিয়ে তার সঙ্গে ফজলের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ধারালো ছুরি ফজলের পেটে ঢুকিয়ে দেয় মোশারফ। গুরুতর অবস্থায় তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। বিকেল ৫টার দিকে ফজল মারা যান। এ ঘটনায় তাঁর ভগ্নিপতি মুন্সীগঞ্জ সদর থানায় মারামারির মামলা করেছিলেন। পরে তা হত্যা মামলায় রূপান্তরিত হয়।

স্বজনদের অভিযোগ, আসামিদের বাঁচাতে মাঠে নেমেছেন পশ্চিম মুক্তারপুরের এক প্রভাবশালী ব্যক্তি। তিনি লাখ লাখ টাকা দিয়ে পুলিশকে হাত করেছেন। এ কারণে পুলিশ আসামি গ্রেপ্তার করছে না। এ ছাড়া হুমকিদাতাদের নামও এজাহারে অন্তর্ভুক্ত করতে টালবাহানা করছে।
তবে এসব অস্বীকার করেন মামলার তদন্ত কর্মকর্তা মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান। তাঁর ভাষ্য, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। ফলে তাদের গ্রেপ্তারে দেরি হচ্ছে। এ ছাড়া ঘটনাটির তদন্ত চলছে। এতে হত্যায় অন্য কারও জড়িত থাকার প্রমাণ পেলে তাদের নাম মামলায় যুক্ত করবেন।

সমকাল

Leave a Reply