মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের তদারকি, আলু ২৭ টাকায় বিক্রি

হিমাগার পর্যায়ে ২৭ টাকা কেজি দামে আলু বিক্রির সরকারি নির্দেশনা বাস্তবায়নে মুন্সীগঞ্জের মুক্তারপুরে নিপ্পন কোল্ড স্টোরেজে তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে তিন ব্যবসায়ীর ২৭ হাজার ৭৫ কেজি আলু সরকার নির্ধারিত পাইকারি ২৭ টাকা দরে বিক্রি করা হয়।

অপরদিকে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করার অপরাধে মুন্সীগঞ্জ বাজারে করিম স্টোরকে তিন হাজার টাকা, আয়নাল হক স্টোরকে ৫০০ টাকা এবং হাবিবুর সবজি ঘরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই তদারকি অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম। এ সময় আলু ব্যবসায়ী আফসার উদ্দিন বেপারী, মনির বেপারী ও জাহাঙ্গীর মোল্লার হিমাগারে সংরক্ষণ করা ২৭ হাজার ৭৫ কেজি আলু চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি নিশ্চিত করতে তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এনটিভি

Leave a Reply