সিরাজদিখানের বালুরচরে আলোচিত টেটাযুদ্ধের প্রধান আসামি গ্রেফতার

নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুর চরে সম্প্রতি টেটা যুদ্ধের ঘটনার মামলায় এজাহার নামীয় প্রধান আসামি নুরু বাউলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানাযায়, বালুচরে ইট ভাটা দখল ও আধিপত্য বিস্তার নিয়ে টেটা যুদ্ধের ঘটনায় তিনটি পৃথক মামলা হয়। এতে সিরাজদিখান থানা পুলিশ বাদী হয়ে দুই গ্রুপের ১৮জনকে এজাহার নামীয় আসামি করে মামলা করে। সেই মামলার এজাহার ভুক্ত ১নম্বর আসামি নুরু বাউলকে গ্রেফতার করে থানা পুলিশ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, বালুচর আধিপত্য বিস্তার নিয়ে টেঁটা যুদ্ধের মামলার প্রধান আসামী নুর হোসেন বাউলকে গ্রেপ্তার করা হয়েছে। সে এলাকার আলোচিত তকবির হত্যা মামলাসহ ৮টি মামলা আসামি। আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে ও পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

Leave a Reply