শিক্ষকের বদলি প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মুন্সীগঞ্জে শিক্ষকের বদলি প্রত্যাহারের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণীর শতাধিক শিক্ষার্থী।

এ সময় তারা ওই বিদ্যালয়ের ভূগোল শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম কবিরের বদলি প্রত্যাহারের স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা দাবী করেন, বিভিন্ন সময়ে নানা অনিয়মের প্রতিবাদ করায় ভূগোল শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম কবিরকে কয়েকজন শিক্ষকের প্ররোচনায় বদলি করা হয়েছে। তিনি শিক্ষক হিসেবে খুবই আন্তরিক ও অভিজ্ঞতা সম্পন্ন। এ কারণে ওই শিক্ষকে ফিরিয়ে আনার দাবী জানান শিক্ষার্থীরা।

পরে সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খানের আশ্বাসের ভিত্তিতে অবস্থান কর্মসূচি তুলে নিয়ে বিদ্যালয়ে ফিরে যায় শিক্ষার্থীরা।

আলোকিত বাংলাদেশ

Leave a Reply