ভবেরচরে গাজী মাজহারুল আনোয়ারের ম্যুরাল

গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের ম্যুরাল তৈরি করা হয়েছে মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচরে। সাংস্কৃতিক সংগঠন সোনারং তরুছায়া তাঁর সম্মানে একটি প্রাঙ্গণের নাম দিয়েছে। এই প্রাঙ্গণেই তৈরি হয়েছে ম্যুরালটি। ১৯ অক্টোবর ম্যুরালটি উন্মোচন করবেন গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী।

প্রয়াত গীতিকারের কন্যা দিতি আনোয়ার বলেন, ‘১৯ অক্টোবর আম্মুর জন্মদিন। আব্বু সব সময় বলতেন, গাজী মাজহারুল আনোয়ার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান আম্মুর। আব্বুকে নিয়ে এমন একটি স্থাপনা হচ্ছে, আমরা ভাবলাম আম্মুকেও এভাবে সম্মানিত করা হোক। সংগঠনটির পক্ষ থেকে আমাদের সঙ্গে ম্যুরাল নিয়ে যোগাযোগ করা হয়।

সংগঠনটির নির্বাহী পরিচালক কাজী হাসান উদ্যোগী হয়ে এই স্থাপনা গড়ে তুলেছেন।’ ৪ সেপ্টেম্বর ছিল গাজী মাজহারুল আনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী। সেদিন সোনারং তরুছায়া সংগঠনের উদ্যোগে ‘গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার প্রাঙ্গণ’ উদ্বোধন করা হয়। কাজী হাসান বলেন, ‘সেদিন থেকেই প্রাঙ্গণটিতে গাজী মাজহারুল আনোয়ারের একটি ম্যুরাল স্থাপনের কাজ শুরু হয়।

চিত্রশিল্পী হাফিজউদ্দিন বাবু কাজটি আন্তরিকতার সঙ্গে দ্রুতগতিতে করে যাচ্ছেন। আশা করছি, এই কিংবদন্তির সম্মানে নেওয়া উদ্যোগটি সফলভাবে করতে সক্ষম হব।’

কালের কন্ঠ

Leave a Reply