মুন্সীগঞ্জের লৌহজংয়ে বস্তাবন্দি অবস্থায় আছিয়া বেগম (৫৫) নামক এক নারীকে উদ্ধার করা হয়েছে। গত রোববার সকালে উপজেলার বেজগাঁও ইউনিয়নে ২নং ওয়ার্ডের সুন্দিসা গ্রাম থেকে লৌহজং ফায়ার সার্ভিসের দল তাকে উদ্ধার করে।
আছিয়া বেগম জানান, শনিবার রাত ২টার দিকে টয়লেটে যাই টয়লেট থেকে বের হলেই হঠাৎ আমার মুখ চেপে ধরে টেপ দিয়ে মুখ আটকে ফেলে ২ থেকে ৩ জন অজ্ঞাত। তারা আমাকে অচেতন করে ফেলে তারপরে কি হয়েছে আমি বলতে পারব না।
বেজগাঁও ইউপি মহিলা সদস্য লিজা আক্তার বলেন, আছিয়া বেগম আমার বাসার পেছনেই তার বাসা তার স্বামী মৃত সামাদ মোল্লা, তার তিন মেয়ে বড় মেয়ে ঢাকা বিয়ে দেয়া হয় ও মেজো মেয়ে গত সাড়ে তিন বছর আগে দুই বাচ্চা রেখে আত্মহত্যা করে এবং তার ছোট মেয়ে তার মায়ের সাথেই থাকে। ছোট মেয়ে ২১/২২ দিন আগে ঢাকা বড় বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। আজ ঘটনা শুনতে পেয়ে ঢাকা থেকে মাকে দেখার জন্য আসে।
লৌহজং ফায়ার স্টেশন স্টেশন অফিসার মো. আব্দুল মতিন জানান, খবর পেয়ে বেজগাঁও তিন রাস্তার মোড় সংলগ্ন থেকে বস্তাবন্দি মহিলাকে উদ্ধার করে দ্রুত লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে আছিয়া বেগমকে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন বলেন, রোগী আমাদের কাছে যখন এনেছে তখন তার জ্ঞান ছিল, তেমন গুরুত্ব সমস্যা হয়নি আপাতত সুস্থ আছেন।
লৌহজং থানার ওসি ইমাম হোসাইন বলেন, ঘটনা জানতে পেরেছি। এখনো কোনো অভিযোগ হয়নি, ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইনকিলাব
Leave a Reply