মুন্সিগঞ্জে জাপার কমিটি
মুন্সিগঞ্জে নবগঠিত কমিটি নিয়ে এক নেতার করা মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীনকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১৫ দিনের মধ্যে কারণ না দর্শানো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় জেলা জাতীয় পার্টির কার্যক্রমে স্থিতাবস্থার আদেশ দিয়েছেন বিচারক।
মুন্সিগঞ্জ আদলতের সিনিয়র সহকারী জজ মো. মনিরুজ্জামন সিকদার এ আদেশ দেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের রায়ের কপি হাতে পেয়েছেন বাদী জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মো. আওলাদ হোসন। বাদীপক্ষের আইনজীবী ও মুন্সিগঞ্জ জেলা আইনজীবি সমিটির সভাপতি মো. জাকারিয়া মোল্লা বিষয়টি নিশ্চিত করছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ১১১ সদস্যবিশিষ্ট মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়। এতে দলের ত্যাগী ও নিবেদিতে কর্মীদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। কমিটিতে সভাপতি করা হয় নায়রায়ণগঞ্জের বাসিন্দা মো. জয়নাল আবেদীনকে, যা জাতীয় পার্টির গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। নিয়মবহির্ভূতভাবে এ কমিটির গঠন ও সভাপতি নির্বাচনের বিষয়টি নিয়ে গত ১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ আদালতে মামলা করেন জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মো. আওলাদ হোসন। বিষয়টি আমলে নিয়ে গত রোববার শুনানি করেন আদালতের বিচারক। পরে আদেশ দেন। মঙ্গলবার রায়ের কপি হাতে পায় বাদীপক্ষ।
বাদী মো. আওলাদ হোসেন বলেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে ত্যাগী নেতাদের বাদ দিয়ে পাশের জেলার মানুষকে সভাপতি করা হয়েছে, যা আমাদের চরম অবমাননা। এর পরিপ্রেক্ষিতেই মামলা করেছি। আদালত এখন সঠিক বিচার করবেন।
বাদীপক্ষেরর আইনজীবী জাকারিয়া মোল্লা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও নিয়মপরিপন্থি হওয়ায় কমিটি স্থগিত চেয়ে মামলা করা হয়েছিল। জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী নিজ জেলা ও মহানগরের মানুষদের নিয়ে কমিটি গঠন করতে হবে। জয়নালয় আবেদিন নারায়ণগঞ্জের বাসিন্দা, সে তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করলে বিচারক মামলাটি আমলে নেন। কমিটির কার্যক্রম স্থগিত করে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি জয়নাল আবেদীন বলেন, আমার বাড়ি মুন্সিগঞ্জের টংগিবাড়ী। তারা মামলা করেছে করুক। আমরা আদালতের নির্দেশের জবাব দেবো। আদালত কার্যক্রমে স্থিতাবস্থা দিয়েছেন। কমিটি স্থগিত করেননি।
আরাফাত রায়হান সাকিব/এমআরআর/জেআইএম
Leave a Reply