মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মৃণাল কান্তি দাসের সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে গজারিয়া উপজেলা আওয়ামী লীগ। এর প্রতিবাদে আগামী ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত উপজেলার সব ইউনিয়নে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩৬ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিচার দাবি করেছেন তারা।
শনিবার গজারিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ বিচার দাবি করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম। মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন এ নেতা। সেখানে আরও বক্তব্য দেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ জিন্নাহ।
তারা বলেন, গত শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হামলার শিকার হন গজারিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী। তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেন মৃণাল কান্তি দাসের অনুসারীরা। এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। মৃণাল কান্তি দাস আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হলেও তাঁর বিরুদ্ধে স্থানীয় বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধীদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ রয়েছে।
জানতে চাইলে মৃণাল কান্তি দাস সমকালকে জানান, এমন অভিযোগ নিতান্তই দুর্ভাগ্যজনক। তিনি এর বাইরে কোনো মন্তব্য করতে চাননি। আর মামলা না নেওয়া প্রসঙ্গে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সমকালকে বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউই থানায় অভিযোগ দেননি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ও মুন্সীগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খান, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা প্রমুখ।
সমকাল
Leave a Reply