মুন্সীগঞ্জ জেলায় যুবদলের ৮ টি ইউনিটের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের অনুমতিক্রমে দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল একযোগে এই আট টি কমিটির অনুমোদন করেন।
মুন্সীগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক হয়েছেন সাবেক কাউন্সিলর এনামুল হক সদস্য সচিব রায়হান কবির, মুন্সীগঞ্জ সদর উপজেলায় আহবায়ক অ্যাডভোকেট নূর হোসাইন, সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, মিরকাদিম পৌর যুবদলের আহ্বায়ক করা হয়েছে তানজুর ইসলাম সাইফুল, মো. হোসেন রবিন সাদ্দাম, টঙ্গীবাড়ী উপজেলায় আহ্বায়ক হয়েছেন আনিসুর রহমান বেপারী, মহসিন খান বাবু, লৌহজং উপজেলায় আহ্বায়ক করা হয়েছে মো. মোক্তার হোসেন খানকে, সদস্য সচিব লুৎফর রহমান পাবেল, শ্রীনগর উপজেলায় আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, সিরাজদিখান উপজেলায় ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ শিকদার এবং গজারিয়া উপজেলা যুবদলের আহবায়ক করা হয়েছে অহিদুজ্জামান অহিদ ও সদস্য সচিব করা হয়েছে নাজির আহম্মদ শিকদারকে।
অবজারভার
Leave a Reply