ঢালাই ও চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কারখানা দুটিতে প্রতিমাসে আনুমানিক আট থেকে ১০ লাখ টাকার গ্যাস পুড়তো বলে জানায় তিতাস। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি ঢালাই লোহার কারখানা ও একটি চুনা তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার সকাল ১১টায় মহাসড়ক সংলগ্ন আনারপুরা বাসস্ট্যান্ড ও মেঘনা পুরাতন ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলাম।

তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, “গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি বেশ কিছু পত্রপত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর আমরা অভিযান জোরদার করি।

“সকালে একটি ঢালাই কারখানায় এবং একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যান।”

দুই কারখানায় প্রতিমাসে আনুমানিক আট থেকে ১০ লাখ টাকার গ্যাস পুড়তো বলে জানান তিতাসের এ কর্মকর্তা।

অভিযানে সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার অ্যান্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী নাদিম হোসেন উপস্থিত ছিলেন।

বিডিনিউজ

Leave a Reply