উত্তরণ এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৩ পালন

রাহমান মনি: প্রবাসে যেখানে নিজস্ব সংস্কৃতিকে লালন পালন করা খুব কষ্টসাধ্য একটি বিষয় সেখানে বাংলাদেশীদের দ্বারা পরিচালিত একটি সাংস্কৃতিক সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নিঃসন্দেহে একটি বিশাল অর্জন। আর তা যদি হয় আবার জাপানের মতো সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির প্রতিকুল পরিবেশের এক দেশে তাহলে সেটা যে কতোটা কষ্টসাধ্য তা বলার অপেক্ষা রাখে না ।।

আর কষ্টসাধ্য সেই অসাধ্যকে সাধ্য করে চলেছে জাপান প্রবাসীদের প্রিয় সাংস্কৃতিক সংগঠন “উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ, জাপান” ।

জাপানে প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত বাংলাদেশীয় সংস্কৃতির ধারক ও বাহক সাংস্কৃতিক সংগঠন “উত্তরন বাংলাদেশ কালচারাল গ্রুপ, জাপান” তাদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে স্মরণীয় করে রাখার জন্য আয়োজন করা হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়াও প্রাক্তন লিডার বিশ্বজিত দত্ত বাপ্পার সম্পাদনায় একটি ম্যাগাজিন বের করা হয় ।

১৫ অক্টোবর ২০২৩ রোববার টোকিওর ইতাবাশি সিটির অইয়ামা গ্রীন হলে সান্ধ্যকালীন –এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ সস্ত্রীক উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ,পি,এফ,এস এর প্রতিষ্ঠাতা ইয়োশিনারি কাতসুও । এছাড়াও দূতাবাসের কর্মকর্তাগন সস্ত্রীক উপস্থিত ছিলেন ।

পূর্ব রাত থেকেই বৈরী আবহাওয়া স্বত্বেও সর্বস্তরের প্রবাসীদের অংশ গ্রহন এবং স্বতঃস্ফূর্ততার কমতি ছিলনা। উত্তরণের প্রতি ভালবাসা অটুট থাকায় বৈরী আবহাওয়া বাধা হয়ে দাড়াতে পারেনি।

উত্তরণও দর্শকদের উৎসাহ ও আনন্দে আশাহত করেনি। শুরু থেকে শেষ পর্যন্ত যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় সহ বাংলা দেশীয় সংস্কৃতির উপস্থিতি দর্শকদের মাতিয়ে রাখতে সক্ষম হয়েছে। এদিন উত্তরণ তাদের প্রথা ভেংগে কিছুটা বিলম্বে অনুষ্ঠান শুরু করে।

প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ বলেন, একটি জাতির আত্মপরিচয়ের অন্যতম অনুষঙ্গ হচ্ছে তার সংস্কৃতি । বাংলাদেশের সংস্কৃতি হাজার বছরের প্রাচীন , বৈচিত্রময় এবং সমৃদ্ধ । দেশের গন্ডি পেড়িয়ে জাপানের মাটিতে শিল্প সংস্কৃতি চর্চা অব্যাহত রাখাসহ বাঙালি সংস্কৃতির প্রসারে “উত্তরণ” – এর প্রচেস্টা নিঃসন্দেহে প্রশংসনীয় । এ ধরনের শুভ উদ্যোগ-কে আমি স্বাগত জানাই এবং আপনাদের আশ্বস্ত করতে চাই যে জাপানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাংলাদেশ দূতাবাস সর্বদা আপনাদের পাশে থাকবে ।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তরণ লিডার শরাফুল ইসলাম, এ,পি,এফ,এস এর প্রতিষ্ঠাতা ইয়োশিনারি কাতসুও ।

৩৫ বছর বয়সী একটি সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ’ বেশ সুনামের সাথে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে। করোনাকালীন তিন বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে না পারায় এবছর দর্শক সমাগম উপচে পড়ে ।

Leave a Reply