মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বামী বাড়িতে না থাকার সুযোগে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে গজারিয়ার আলোচিত মীম হত্যাকাণ্ডের অন্যতম আসামি ও কিশোরগ্যাং লিডার নিঝুমের বিরুদ্ধে।
নিঝুম গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের মহসিন মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছে, ১৯ বছর বয়সে স্থানীয় বিপথগামী তরুণদের নিয়ে নিঝুম একটি গ্যাং গড়ে তোলে। ২২ বছর বয়সে হত্যা, মাদকসহ একাধিক মামলার আসামি হয়ে পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হয়। সম্প্রতি গ্রেফতার এড়াতে সে তার নানা বাড়ি ইসমানীচর গ্রামে বসবাস করছে।
ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী জানান, তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। তবে সম্প্রতি কাজ কমে যাওয়ায় তিনি নদীতে মাছ ধরা শুরু করেন। অন্যান্য দিনের মত গত মঙ্গলবার রাতেও তিন মাছ ধরতে মেঘনা নদীতে যান। তবে ভুলবশত তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বাসায় রেখে যান। এ সময় তার স্ত্রী এবং দুই বছরের এক কন্যা সন্তান বাড়িতে ছিল।
“কোন একটি কাজে অভিযুক্ত নিঝুম তার মোবাইলে কল দিলে তার স্ত্রী ফোন রিসিভ করে জানান তিনি বাড়িতে নেই, মোবাইল বাসায় রেখে মাছ ধরতে নদীতে গেছেন। একথা শোনার পরে নিঝুম তাকে বারবার ইমো এবং মোবাইলে কল দিতে থাকে। রাত তিনটার দিকে সে তার বাড়ি উঠানে চলে আসে এবং ফোন করে দরজা খুলতে বলে। এ সময় তার স্ত্রী দরজা খুলতে অস্বীকৃতি জানালে নিঝুম জানলা ভেঙে ঘরে প্রবেশ করার চেষ্টা করে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে গৃহবধূ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত নিঝুম পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, বিষয়টি তিনি পরের দিন বুধবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানান। তবে এ ঘটনায় নিঝুম ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে তাদেরকে হুমকি-ধমকি দিতে থাকে। বাধ্য হয়ে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে তিনি লিখিত অভিযোগ দায়ের করতে গজারিয়া থানায় এসেছেন।
স্থানীয় বাসিন্দারা নুরুদ্দিন বলেন, নিঝুম এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। মাদক ব্যবসা করে অনেক টাকার মালিক হয়েছে সে। গোয়ালগাঁও গ্রামের মীম হত্যা মামলার অন্যতম আসামি সে। এলাকার অনেক নারী তার অত্যাচারের শিকার তবে মানসম্মানের ভয়ে এ বিষয়ে মুখ খুলতে চায় না। তার অত্যাচারে অতিষ্ঠ মানুষ এখন তার দৃষ্টান্তমূলক শাস্তি চায়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ডিউটি অফিসার এসআই নুরুল হুদা বলেন, ভুক্তভোগী এক নারী এ বিষয়ে অভিযোগ করার জন্য থানায় এসেছেন। আমি তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে পরামর্শ করে অভিযোগ দায়েরের কথা বলেছি।
সময়ের আলো
Leave a Reply