কাজী সাব্বির আহমেদ দীপু: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বৈদ্যুতিক শিল্পনগরী নির্মাণ করা হলেও উদ্যোক্তারা প্লট ক্রয় না করায় আলোর মুখ দেখছে না। তাই মুন্সীগঞ্জ বিসিক প্লটের দাম কমাতে চাইলেও বিসিক প্রধান কার্যালয়ের একটি সিন্ডিকেটের প্রভাবে দাম বৃদ্ধি করা হয়েছে। এতে এ শিল্পনগরী চালু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
রাজধানী ঢাকার নবাবপুর, ধোলাইখাল ও কামরাঙ্গীরচরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বৈদ্যুতিক পণ্য ও হালকা প্রকৌশল শিল্পপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট একটি জায়গায় স্থানান্তরের উদ্দেশ্যে ‘বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী’ গড়ে তোলে সরকার। সাত বছর আগে কাজ শুরু হওয়া শিল্পনগরী এখন কলকারখানা স্থাপনের জন্য শতভাগ প্রস্তুত। টঙ্গিবাড়ীর ইছামতী নদীর তীরে এ শিল্পনগরী প্রস্তুত হলেও এখন পর্যন্ত কোনো শিল্পপ্রতিষ্ঠান নির্মাণের কাজ শুরু হয়নি। গত এক বছর ধরে বিজ্ঞপ্তি প্রকাশ, মাইকিং, ব্যানার ও লিফলেট বিতরণ করেও অধিকাংশ প্লট বিক্রি হয়নি। সব মিলিয়ে বিশেষায়িত এ শিল্পনগরী চালু নিয়ে দেখা দিয়েছে সংশয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার পোস্তগোলা থেকে ২০ কিলোমিটার দূরে টঙ্গিবাড়ীর বেতকা এলাকায় ইছামতী নদীর তীরে ৫০ একর জমির ওপর ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর বৈদ্যুতিক শিল্পনগরী গড়ে তোলার কাজ শুরু হয়। বালু ভরাটের মধ্য দিয়ে প্লট তৈরির কাজ শেষ হয়। সেখানে ভারী যানবাহন চলাচলের জন্য প্রস্তুত করা হয় প্রশস্ত রাস্তা। রয়েছে ড্রেন, কালভার্ট, প্রশাসনিক ভবন, পুকুর ও ডাম্পিং ইয়ার্ড। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সূত্রে জানা যায়, এ শিল্পনগরীতে অন্তত ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। শিল্পনগরীটি গড়ে তুলতে ব্যয় হয়েছে ৩১৭ কোটি টাকা। এতে বিদ্যুতের ২০ মেগাওয়াট ক্ষমতার হাইভোল্টের সাবস্টেশন নির্মাণের পাশাপাশি ৩৬১টি প্লট তৈরি করা হয়। একেকটি প্লট যথাক্রমে ৭, ১০ ও ১৪ শতাংশ আয়তনের। প্লট বিক্রিতে প্রতি শতাংশের দাম নির্ধারণ করা হয়েছিল ৮ লাখ ১০ হাজার টাকা। এই হিসাবে ৭ শতাংশের একটি প্লটের মূল্য ছিল ৫৬ লাখ ৭০ হাজার টাকা। সূত্র মতে, আগের মূল্যে হাতেগোনা কিছু প্লটের জন্য আবেদন জমা ছাড়া অবিক্রীত থেকে গেছে সব প্লটই।
নাম প্রকাশে অনিচ্ছুক মুন্সীগঞ্জ বিসিকের একটি সূত্র জানায়, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় শিল্প উদ্যোক্তারা প্লট কিনতে আগ্রহ দেখাচ্ছে না। এর মধ্যে মুন্সীগঞ্জ বিসিক মূল্য কমাতে চাইলেও প্রধান কার্যালয়ের একটি সিন্ডিকেট প্লটের মূল্য কমানোর বিরোধিতা করেছে। ফলে মূল্য কমানোর পরিবর্তে এবার প্লট প্রতি আরও ৭ লাখ টাকা মূল্য বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। বর্তমানে ৭ শতাংশের একটি প্লটের মূল্য নির্ধরণ করা হয়েছে ৬৩ লাখ টাকার বেশি। এই পরিস্থিতিতে শিল্প উদ্যোক্তারা প্লট ক্রয়ে আগ্রহ দেখাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।
সম্প্রতি বৈদ্যুতিক শিল্পনগরীতে গিয়ে দেখা গেছে, কোনো প্লটেই বৈদ্যুতিক পণ্যের শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ শুরু হয়নি। দেশের দক্ষিণাঞ্চলে পদ্মা সেতু হয়ে সহজ সড়ক যোগাযোগ ব্যবস্থা ছাড়াও এ শিল্পনগরী থেকে সড়ক পথে ঢাকা যেতে সিরাজদীখান উপজেলার বালুচর হয়ে সময় লাগবে ২০ মিনিট থেকে আধা ঘণ্টা। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে রয়েছে সহজতর নৌ যোগাযোগ ব্যবস্থা। কিন্তু প্লট বিক্রি না হওয়ায় সেখানে কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এতে শিল্পনগরীটি কাশবনে ছেয়ে গেছে।
মুন্সীগঞ্জ বিসিকের সম্প্রসারণ কর্মকতা (প্রকল্প পরিচালক) আবদুল জলিল তালুকদার জানান, বৈদ্যুতিক শিল্পনগরী কলকারখানা স্থাপনের জন্য শতভাগ প্রস্তুত। এ শিল্পনগরীতে সব ধরনের বৈদ্যুতিক পণ্য ও গাড়ির যন্ত্রাংশ তৈরির শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে। আবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে প্লট বিক্রি বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মুন্সীগঞ্জ বিসিকের ব্যবস্থাপক মো. আবদুল্লাহ জানান, ইতোমধ্যে ২০টির মতো শিল্পপ্রতিষ্ঠান প্লট বরাদ্দ পাওয়ার জন্য আবেদন করেছে। উদ্যোক্তারা বলছে প্লটের দাম বেশি। এ ছাড়া শিল্পনগরী থেকে ঢাকায় যেতে মোল্লাবাজার সেতুর নির্মাণকাজ শেষ হলে উদ্যোক্তাদের প্লট নেওয়ার আগ্রহ বাড়বে।
সমকাল
Leave a Reply