মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ সংসদীয় আসনের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের আমতলী মাদ্রাসা কেন্দ্রটি পূর্ণ বহালের দাবীতে বিক্ষোভ হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে ওই কেন্দ্রের সামনে ওই গ্রামের কয়েক হাজার পুরুষ ও নারী ভোটাররা এই বিক্ষোভ প্রতিবাদ করেন। ভোটার রাবেয়া জানান এই ভোট কেন্দ্রটি নিরাপদ রয়েছে। এখানে চারদিকে দেয়াল রয়েছে। এই কেন্দ্রে কখনও সংঘর্ষের ঘটনাও ঘটেনি। অথচ এই কেন্দ্রটিকে ঝুকিপূর্ণ দেখিয়ে সাধারণ ভোটারদের হয়রানী করার চেষ্টা চলছে। আমি এই ধরনের সরজযন্ত্রকারীদের ধিক্ষার জানাই। টঙ্গীবাড়ী বালিকা বিদ্যালয়ে কেন ভোট এ বিষয়ে সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। তিনি জানান- তার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ২৭১৫ জন ভোটার রয়েছেন।
টানা কয়েকবার জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্র হিসাবে ৭ নং ওয়ার্ডের আবদুস সোবাহান দারুল তাকওয়া ইসলামী আরাবিয়া মাদ্রাসাটি ছিলো। এখানে সব সময় সুষ্ঠভাবে ভোট দিতে পেরেছেন ভোটাররা। আগষ্ট মাসের ১৬ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খসড়া ভোট কেন্দ্রের যে তালিকা রয়েছে। সেখানে এই ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ না করায় স্থানীয়রা এতে ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় জেলা প্রশাসক জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারকে সরজমিনে গিয়ে রির্পোট দিতে বলেছেন।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে তারা এখানে পরিদর্শন করতে আসলে সেখানকার ভোটারার তাদের ভোট কেন্দ্র বহাল রাখার জন্য তাদের কাছে অনুরোধ জানান। এই বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মু. রাসেদুজ্জামান জানান- সরজমিনে গিয়েছিলাম। জেলা নির্বাচন কর্মকর্তাও সাথে ছিলো। বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে। তারা এর সমাধানের ব্যবস্থা নিবেন।
যাযাদি
Leave a Reply