মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে বিএনপি নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে দলের সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন আহমেদের তন্ময় ফিশিং নেট নামে ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির (৫০) ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম (৪৫)।
এর আগে সকাল ১০টার দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মুক্তারপুর এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেন।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, হরতালের সমর্থনে মুক্তারপুর এলাকায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে মোটরসাইকেলে আগুন দেয়। এরপর মুক্তারপুরের গোসাইবাগ এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। এছাড়া আগের দিন শনিবার দিবাগত রাতে মুক্তারপুর এলাকায় ককটেল বিস্ফোরণের নাশকতার ঘটনায় বিএনপির দুইজনকে আটক করা হয়েছে।
ব.ম শামীম/আরএআর
Leave a Reply