মুন্সীগঞ্জে মিনিবাসে আগুন, যাত্রীকে নামিয়ে মারধর

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি মিনিবাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ সময় আবু সুফিয়ান (৩৪) নামে এক যাত্রীকে মারধর করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রিফাত মল্লিক জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাউশিয়া এলাকায় ১০-১২টি মোটরসাইকেল চালিয়ে আসে অন্তত ২৫ জন। তারা মিনিবাসটির গতিরোধ করে আগুন ধরিয়ে দেয়। তার আগে আবু সুফিয়ান নামে এক যাত্রীকে বাস থেকে নামিয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে যায়। সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এর আগেই বাসটি পুড়ে যায়। আহত যাত্রীকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ভবেরচর হাইওয়ে থানার এসআই হুমায়ূন কবির বলেন, বাসটি সোনারগাঁ এলাকার মোগড়াপাড়া চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে গজারিয়ায় বাউশিয়া পাখির মোড়ে নামিয়ে দেয়। সেখান থেকে ফেরার পথে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় চালক ও হেলপার গাড়ি থেকে নেমে যান। এক যাত্রীকে বাস থেকে নামিয়ে মারধর করেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান বলেন, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে গ্রেফতার করা হবে।

বাংলা ট্রিবিউন

Leave a Reply