শ্রীনগরে দুর্বৃত্তদের গুলিতে জেলে নিহত

জিতু রায়: মুন্সিগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, পদ্মার চরে মা ইলিশ না দেওয়ায় ওই জেলেকে গুলি করে হত্যা করা হয়। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সীমান্তবর্তী নুরু বয়াতির চরে গতকাল রোববার রাত ৭ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রুবেল সরদার (২৫)। তিনি লৌহজং উপজেলার জশলদিয়া গ্রামের বাবু সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী নুরু বয়াতি জানান, গত শনিবার বিকেলে ওই এলাকার খোকন মেম্বারের ছেলে রিয়াদ ১০ থেকে ১৫ জনকে নিয়ে চরে এসে জেলেদের কাছ থেকে ইলিশ মাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে কামারগাও এলাকার খালেক সারেংয়ের ছেলে বাধা দেন। এরই জেরে রিয়াদ খালেক সারেংয়ের বাড়িতে হামলা ও ভাঙচুর করে।

পরে রোববার বিকেলে রিয়াদ আরও বেশি করে লোকজন নিয়ে পুনরায় মাছ নিতে আসলে জেলেরা বাঁধা দেন। একপর্যায়ে রিয়াদ তাঁর কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে রুবেলের বুকে গুলি করে। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন রিয়াদ বলে জানান স্থানীয়রা।

জশলদিয়া গ্রামের রুবেলের প্রতিবেশী মো. শামীম জানান, হাসপাতালে নেওয়ার আগেই রুবেল মারা গেছে। তিনি পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর।

ইনডিপেন্ডন্ট টিভি

Leave a Reply