মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে ফয়েজ মুন্সী নামে এক ব্যক্তির দুই পায়ের রগ কেটে ঘাড়ে টেঁটাবিদ্ধ করার অভিযোগ উঠছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফয়েজ মুন্সী (৫০) বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুচর গ্রামের তাহের মুন্সীর ছেলে। তাঁকে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ওসমান গনি (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বালুচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম ও থানা পুলিশ জানায়, বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুচর গ্রামের তাহের মুন্সীর ছেলে ফয়েজ মুন্সীর সঙ্গে একই এলাকার কাদের মুন্সীর ছেলে জামাল মুন্সীর ট্রলার তৈরির টাকা নিয়ে লেনদেন ছিল। আজ সন্ধ্যায় লেনদেন নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলে জামাল মুন্সীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফয়েজ মুন্সীর ওপর হামলা করে। এ সময় তাঁর ঘাড়ে টেঁটাবিদ্ধ হয়। এরপর তাঁর দুই পায়ের রগও কেটে দেওয়া হয়।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলার তৈরির টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে লেনদেন ছিল। এ নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা করে। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওসমান গনি নামে (২৫) একজন আটক আছে। মামলার প্রস্তুতি চলছে।
এনটিভি
Leave a Reply