সিরাজদিখানে ৬বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬বছর বয়সি ১ম শ্রেণী পড়ুয়া এক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণে ঘটান ঘটেছে। সোমবার ৩০ অক্টোবর বিকাল ৫ টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার শিশুটির মা বাদি হয়ে অভিযোগ করলে আলমাস সরদার (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে থানা পুলিশ। সে কাঁঠালতলি গ্রামের মৃত মন্নাফ সরদারের ছেলে।

জানাযায়, শিশুটি অভিযুক্ত আলমাস সর্দারের মেয়ের সাথে একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়তো। সোমবার শিশুটি বিদ্যালয়ে না যাওয়ায় বিকেল পাঁচটার দিকে আলমাস সরদারের মেয়ের থেকে পড়া দাগিয়ে আনতে যায়। সে সময় বাড়ি ফাঁকা থাকায় শিশুটিকে ৫০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে জোর করে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন শিশুটি তার মাকে সব বিষয় খুলে বলে পরবর্তীতে মঙ্গলবার তার মা থানায় এসে অভিযোগ করে। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদেও অভিযুক্ত আলমাস সরদার ঘটনা সত্যতা স্বীকার করে। বর্তমানে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আমরা অভিযুক্ত আলমাস সরদার (৫৬)কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করেছি।

Leave a Reply