বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচীর প্রথম দিন মুন্সীগঞ্জে পৃথকস্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে জ্বলন্ত টায়ার সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। এসময় কয়েকটি যাত্রীবাহী বাসে ইটপাটকেল নিক্ষেপ করেছে পিকেটাররা।
মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪ টায় জেলার সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়। এসময় কয়েকটি যাত্রীবাহী বাসে ইটপাটকেল নিক্ষেপ করে পিকেটাররা।
এছাড়াও বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ শহর লাগোয়া মুক্তাপুর পান্না সিনেমা হল সংলগ্ন সড়কে একটি টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাঁধা সৃষ্টির চেষ্টা করা হয়। তাৎক্ষণিক মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি টিম এসে জলন্ত টায়ারটি রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে৷
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক রয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন, টায়ারে আগুন দেওয়ার ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। কেরনাীগঞ্জের আব্দুল্রাহপুর এলাকায় রাস্তায় বালু ফেলে গাড়ী চলাচল বন্ধ করতে চেয়েছিল পিকেটাররা তবে বর্তমানে সড়ক ক্লিয়ার আছে।
মুন্সীগঞ্জের যান চলাচল স্বাভাবিক রয়েছে জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বেলা ১১ টার দিকে পান্না হল সংলগ্ন সড়কে দুষ্কৃতিকারীরা টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে। তবে তাৎক্ষণিক পুলিশের উপস্থিতিতে পিকেটাররা পালিয়ে যায়।
এদিকে, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে বিএনপির কোন পিকেটার মাঠে নেই।
মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন ও কমিটি নিয়ে লড়াই থাকলেও মনোনয়ন প্রত্যাশী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ ও তার লোকজন কেউ এলাকায় নেই।
অবজারভার
Leave a Reply