মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া পয়েন্ট সংলগ্ন কুমারভোগ গ্রামের অন্তত দেড়শ পরিবার জলাবদ্ধতার কারণে বছরের পর বছর ধরে দুর্ভোগে রয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে নদী তীর ভরাট কাজের কারণে এ অবস্থা বলে অভিযোগ গ্রামবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মা পাড়ের কুমারভোগ গ্রামের বিশাল এলাকা জুড়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া পয়েন্ট এলাকায় এ যেন আলোর নিচে অন্ধকার। বৃষ্টির দিনগুলোতে পরিস্থিতি হয়ে ওঠে ভয়ঙ্কর। গবাদিপশু নিয়েও বাড়ে দুশ্চিন্তা। ময়লা পানিকে সঙ্গী করেই দারুণ কষ্টে পরিবারগুলো বসবাস। খেলার মাঠ তলিয়ে থাকায় পানিতেই ফুটবল খেলা। পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে নদী তীর ভরাট কাজের কারণে এ অবস্থা বলছেন গ্রামবাসী।
স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, ‘এই জলাবদ্ধতা দীর্ঘদিনের। নোংরা পানিতে আমাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয় বেশি। আমাদের ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। পানি দিয়ে হেটে চলাফেরা করতে হয়।’
সুমনা নামের এক গৃহিণী বলেন, ‘জলাবদ্ধতার কারণে আমাদের বাড়ির উঠান ও বসত ঘর পানিতে তলিয়ে থাকে। ময়লা পানির মশা ও পোকামাকড়ের কারণে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টি এলেই ঘরবাড়ি তলিয়ে যায়।’
স্থানীয় ব্যবসায়ী সোহেল তানভীর বলেন, ‘প্রতিদিন পানিতে হেঁটে হেঁটে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যেতে হয়। এতে পরিবারের সদস্যদের বিভিন্ন প্রকার রোগবালাই হচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো তারা যাতে স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে এ গ্রামটির জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে।’
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘কুমারভোগের এমন জলাবদ্ধতা আমার নজরে ছিল না। বিষয়টি আমি সরেজমিনে গিয়ে দেখবো। সেই সঙ্গে দ্রুতই কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।’
অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এলাকাটির জীববৈচিত্র্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। এ গ্রামের প্রায় ১৫০ পরিবার ১০ বছর ধরে জলাবদ্ধতায় দিন যাপন করছেন। স্থায়ী জলাবদ্ধতার কারণে তাদের জীবন যাপন এখন অসহনীয় হয়ে পড়েছে।
সময় সংবাদ
Leave a Reply