ফসলের রঙিন উৎসব

মীর নাসিরউদ্দিন উজ্জ্বলঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঘরে ঘরে এখন নবান্ন। আমনের বাম্পার ফলনে মুখে হাসি। আর সেই আমন ঘরে তোলা নিয়ে এক রকম উৎসব শুরু হয়ে গেছে। দিন যত যাচ্ছে ধান কাটার ব্যবস্থাও বাড়ছে। প্রাচীন সভ্যতার এই জনপদের গ্রামগুলোতে এখন ম ম ঘ্রাণ। বাড়ি বাড়ি নাইয়র আসতে শুরু করেছে।

সিরাজদিখান উপজেলার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোশারফ হোসেন জানান, আমন চাষি সকলেরই মুখে হাসি। এবার এমন কোনো কৃষক খুঁজে পাওয়া যাবে না যে তার আমন ভালো হয়নি। তিনি বলেন, এবার হেক্টরপ্রতি সাড়ে ৪ টন ধান এবং প্রায় তিন টন চাল উৎপাদন হয়েছে।

জেলায় এ বছর এক হাজার ৯৮৪ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ২ হাজার ৭১৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এরমধ্যে সিরাজদিখান উপজেলাতেই ২ হাজার ৪৮০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। সরকারি হিসাবে এরই মধ্যে ৮০ হেক্টর জমির আমন কর্তন হয়েছে। জমিগুলোর পাকা আমন দেখলে প্রাণ জুড়িয়ে যায়। সিরাজদিখান উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ শুভ্র জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। দর ভালো থাকায় খুশি কৃষক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আবদুল আজিজ জানান, পুরো জেলার প্রায় সব আমন চাষই হয় সিরাজদিখানে। তারপরও জেলাজুড়েই নবান্নের আবহ। জেলার সবচেয়ে কম ২৭ হেক্টর জমিতে এবার আমন আবাদ হয়েছে গজারিয়া উপজেলায়। সেখানেও নবান্ন নিয়ে উচ্ছ্বাস রয়েছে। তবে ধলেশ্বরী ও ইছামতি নদীর তীরের সিরাজদিখানের নবান্ন ঘিরে বিশেষ আবহ।

উপজেলাটির চন্দনদুল গ্রামের কৃষক আলমগীর হাওলাদার এবার ১৫ একর জমিতে আমন চাষ করে অনেক ভালো ফলন পেয়েছেন। তার পিতা প্রবীণ কৃষক বারেক হালদারও আমন চাষ করতেন, তবে এবারের ফলন সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চন্দনদুল গ্রামেরই ইউনুস মোল্লা ৫ একর জমিতে আমন চাষ করেছেন, তার জমির ধান উঠতে শুরু করেছে। তাই বাড়িতে চলছে পিঠাপুলির আয়োজন। কুসুমপুর গ্রামের সেলিম শেখ ৭ একর জমির ধানে পাক ধরেছে। এরই মধ্যে এক অংশের ধান ঘরে তুলেছেন। মাড়াইয়ের পর গোলায় জমা করছেন ধান। শিয়ালদি গ্রামের ভুবন দাসের ৫ একরের ধান ঘরে তুলতে কৃষাণ খোঁজা হচ্ছে।

ঋতু বৈচিত্র্যে নবান্ন বাঙালির অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের আবহমান সংস্কৃতির মধ্যে অন্যতম এই নবান্ন। নবান্ন হচ্ছে মূলত নতুন আমন ধান ঘরে তোলার অনুষ্ঠান। মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরে হেমন্তের নবান্ন ঘিরে নানা আয়োজন বহু বছর থেকেই।

নতুন ধান ঘিরে আনন্দ-উৎসব। আমনের বা¤পার ফলন ও দাম ভালো দাম পাবে বলে আশাবাদী কৃষক।

হেমন্তের শিশিরে ভিজে থাকা ধান কাটতে ভোর থেকে ব্যস্ত সময় পার করছেন কৃষক। সোনালি ধান নিয়ে চারদিকে হইচই। এ বছর আমনের প্রতি মণ উৎপাদনে খরচ হয়েছে ৬০০ টাকা। আর কাঁচা ধান বিক্রি হচ্ছে হাজার ৫০ টাকায়। বাড়িতে বাড়িতে নাইওর আসছে। পিঠাপুলি ছাড়াও রান্না হচ্ছে খিচুড়ি। এখানকার কৃষি পরিবারগুলো এখন এক বিশেষ সময় পার করছে। সেই সঙ্গে উৎসবের শক্তি নিয়ে তৈরি হচ্ছে আলু রোপণের জন্য। সামনে যে আরও বড় কর্মযজ্ঞ রয়েছে।
কৃষি বিভাগ বলছে, আলু চাষের পাশাপাশি ভুট্টা ও সরিষা চাষ করতে হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না, তাই রবি মৌসুমের ব্যাপক প্রস্তুতিও আছে কৃষি পরিবারগুলোতে।

সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে গানে গানে ধান নিয়ে ব্যস্তসময় পার করছেন কৃষাণিরা। বিক্রমপুরের ঐতিহ্য অনুযায়ী আমন নিয়ে পিঠাপুলির হিড়িক পড়ে গেছে। কৃষি পরিবারগুলোতে চলছে আনন্দের ঢেউ।

নতুন ধানের চাল তৈরি করা আর এই চাল থেকে হরেক রকমের পিঠা তৈরি যেন রীতিতে পরিণত হয়েছে। অনেক বাড়িতে ঢেঁকি ব্যবহার করেও ধান থেকে চাল ছাঁটাই করছে। আর এই চাল থেকে পিঠার জন্য গুঁড়ি করছে কাহাইল ছিয়ায় করে।

কৃষিবিদরা মনে করেন-উন্নতমানের বীজ, পরিমিত সার ব্যবহার এবং আবহাওয়া অনুকূল থাকায় এবার ধানের বা¤পার ফলন হয়েছে। কৃষক দামও ভালো পাচ্ছেন। কৃষকরা জানান, এ বছর জুলাই মাসের মাঝামাঝি সময়ে কৃষকরা তাদের জমিতে রোপা আমন ধানের আবাদ করেন। ভালো ফসল উৎপাদনের স্বপ্ন নিয়েই তারা এ বছর জুলাই মাসের মাঝামাঝি সময়ে জমিতে রোপা আমন ধানের আবাদ করেন। বর্ষার সময়ে নিয়মিত বৃষ্টি হওয়াতে কৃষকদের তাদের জমিতে কোনো প্রকার পানি দিতে হয়নি। বর্তমানে জমিগুলোতে হৃষ্টপুষ্ট ধান দেখে কৃষকদের মুখে হাসি ফুটেছে। কৃষি বিভাগ জানায়, রোপা আমন ধান আবাদে এবার ফলন বেশি হওয়ায় এবং শুরুতেই দাম বেশি পাওয়ায় কৃষকের মনে নবান্ন দোলা দিচ্ছে।

দিন দিন রোপা আমন আবাদে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। ফলন ভালো পাওয়াতে কৃষকরা প্রতি বছর বেশি বেশি পরিমাণ জমিতে রোপা আমন ধান আবাদ করছেন।

কৃষক ভুবন পাল জানান, এ বছর আবহাওয়া অনুকূলে ছিল তাই ধানে বা¤পার ফলন হয়েছে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে জমিতে ধানের আবাদ করা হয়েছিল। এবার বর্ষায় তেমন পানি হয়নি, এতে ফসলেল তেমন সমস্যা হয়নি। ভালো পরিচর্যার কারণেই ফলন ভালো হয়েছে।

আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে কৃষকরা উঁচু কিংবা নিচু সব ধরনের জমিতেই এ বছর রোপা আমন ধানের আবাদ করেছেন। এ ধানের গাছ পানিতে ডুবে গেলেও কোনো সমস্যা নেই। কৃষকরা তাদের যার যার জমির ওপর নির্ভর করে বিভিন্ন জাতের ধানের বীজ বপন করেন।

সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃষি বিভাগের তদারকি ও কৃষকের নিবিড় পরিচর্যা ও পরিমিত সার ব্যবহারের সুফল পাচ্ছে কৃষক। ধানসহ যে কোনো ফসল উৎপাদনে কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জনকন্ঠ

Leave a Reply