মা-হারা ছেলেটিই ফটোগ্রাফির ড্যাডি

সাহাদাত পারভেজঃ জন্মেছিলেন হিমালয়ের পাদদেশের জলপাইগুড়িতে; প্রকা- তুষারঝড়ের মধ্যে। জন্মের ঘণ্টাখানেকের মধ্যেই মাকে হারান। ১৮৯৪ সালের ৫ নভেম্বর জন্ম নেওয়া এই ছেলেটির নাম রাখা হয় গোলাম কাসেম। ডাক নাম আল্লাহরাখা। সবাই ডাকতেন ‘রাকু’ বলে। সেই রাকুই এক দিন হয়ে ওঠেন বাংলাদেশের আলোকচিত্রীদের অভিভাবক। সেই থেকে প্রীতিভাজনরা তাকে ডাকেন ‘ড্যাডি’ বলে।

এ দেশে ফটোগ্রাফির শিক্ষাচর্চা শুরু ও এর সাংগঠনিক ভিত তৈরি হয় ড্যাডির হাত ধরে। বিশ শতকের শুরুর দিকে তার গল্পেই প্রথম উঠে আসে ঘরবন্দি নারীদের জীবনের আখ্যান। প্রথম বাঙালি মুসলমান ছোট গল্পলেখক ছাড়াও তাকে পূর্ববঙ্গের ফটোগ্রাফির রাজসাক্ষী হিসেবে অভিহিত করা হয়। পেশাগতভাবে ছিলেন ব্রিটিশ চাকুরে। পৈতৃক বাড়ি বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর মহকুমায়। তার বাবা খানসাহেব গোলাম রাব্বানী ছিলেন পুলিশের বড়কর্তা। বাবার চাকরির কারণে অবিভক্ত বাংলার সিরাজগঞ্জ, পাবনা ও সিলেটে তার শৈশব কাটে। কৈশোর কাটে হাওড়া ও কলকাতায়। চাকরি জীবনে বাঁকুড়া, মেদেনীপুর, মানভূম, মালদহসহ বাংলা অঞ্চলের যেখানেই গেছেন ক্যামেরাটা হাতছাড়া করেননি এক মুহূর্তের জন্যও।

১৯১২ সালে তিনি পড়তেন হাওড়া জিলা স্কুলে দশম শ্রেণিতে। ওই সময় ১০০ মধুসূদন বিশ^াস লেনের নিজেদের বাড়ির পাশেই থাকতেন এলসি নামে এক খ্রিস্টান তরুণী। এক বছরের বড় সেই তরুণীর মন জয় করতেই ক্যামেরা হাতে নেন তিনি। প্রথমে এনসাইন বক্স ক্যামেরা ও গ্লাস প্লেট নেগেটিভে ছবি তোলা শুরু করেন। সেই সময় ছবি তোলাকে ধর্মের দৃষ্টিতে গর্হিত কাজ মনে করা হতো। ফলে ক্যামেরা হাতে নিয়ে একটা গোঁড়া সমাজের রক্ষণশীলতার বিরুদ্ধে তাকে প্রায় একাই লড়তে হয়েছে। এসবের প্রভাব আছে তার গল্পের মধ্যেও।

তিনি যখন সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েন তখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। অ্যাডভেঞ্চারপ্রিয় ড্যাডি ১৯১৫ সালে নাম লেখালেন কলকাতা ইউনিভার্সিটি ইনফ্যানট্রি কোরে। কলকাতার ফোর্ট উইলিয়াম ও বিহারের মধুপুরে তার প্রশিক্ষণ হয়। সেই সময় ক্যামেরাটাও সঙ্গে রাখার অনুমতি পান। ফলে প্রথম মহাসমরের বিরল মুহূর্তগুলো স্থির হয়ে থাকে তার ক্যামেরায়। বিশ্বযুদ্ধের প্রশিক্ষণ শিবিরে বসেই তার গল্প লেখার সূচনা। প্রথম গল্প ‘সুন্দরী’ও ছাপা হয় ১৯১৮ সালের অক্টোবর মাসে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় [প্রথম বর্ষ, তৃতীয় সংখ্যা, কার্তিক ১৩২৫]। সেই গল্প পড়েই মোহাম্মদ নাসিরউদ্দীন তাকে সওগাতে লিখতে অনুরোধ করেন। দুই মাস পর সওগাতের তৃতীয় সংখ্যায় ছাপা হয় তার ‘ভ্রম-সংশোধন’। এরপর থেকে প্রতি সংখ্যায় ছাপা হতো তার গল্প। সেই গল্প পড়ার জন্য ভারতবর্ষের পাঠক উন্মুখ হয়ে থাকত; সওগাতযুগে তাকে বলা হতো মুসলমান বাংলা সাহিত্যের ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায়’ লিখেছেন কিংবদন্তি সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন।

লেখালেখি আর ছবি তোলার কারণে পড়াশোনায় একদমই মনোযোগ ছিল না তার। ছেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাবা। ড্যাডি যখন যুদ্ধ থেকে ফেরেন তখন তার বয়স ২৩! দুই বছর পার হলো কঠিন ম্যালেরিয়ায়। বাবা দেখলেন ছেলের পক্ষে বিএ পাস করা কঠিন। আর পাস করলেও সরকারি চাকরির বয়স থাকবে না। তাই চেষ্টা-তদবির করে ১৯১৯ সালে ছেলেকে সাব-রেজিস্ট্রারের চাকরিতে ঢুকিয়ে দিলেন। ১৯৪৯ সালে রাজশাহীর ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার হিসেবে অবসর নিলেন। এরপর ঢাকায় এসে উঠলেন ১৩ মণিপুরীপাড়ার গোলাপ ভবনের শাশুড়ির বাড়িতে। সেই বাড়িতেই ১৯৫১ সালে প্রতিষ্ঠা করলেন ট্রপিক্যাল ইনস্টিটিউট অব ফটোগ্রাফি, যা এই অঞ্চলের আলোকচিত্রের প্রথম বিদ্যাপীঠ। নানা সীমাবদ্ধতায় বেশি দিন চলল না স্কুলটা। ১৯৬২ সালে ৭৩ ইন্দিরা রোডের নিজের বাড়িতে প্রতিষ্ঠা করলেন ক্যামেরা রিক্রিয়েশন ক্লাব। সেই বাড়িকে ঘিরে এ দেশে একটি শিল্পপ্রজন্ম গড়ে উঠতে শুরু করল। ওই সময় তিনি দেখলেন, এ দেশে ফটোগ্রাফি শেখার কোনো বই নেই। তাই ১৯৬৪ সালে লিখলেন ‘ক্যামেরা’ নামের ছোট একটি পুস্তিকা। ১৯৮৬ সালে লিখলেন ‘এক নজরে ফটোগ্রাফি’। তার মৃত্যুর চার বছর পর প্রকাশিত হয় ‘সহজ আলোকচিত্রণ’।

১০৪ বছরের জীবন ছিল তার। এই দীর্ঘ জীবন তিনি উৎসর্গ করেছেন আলোকচিত্র আর সাহিত্যসাধনা কর্মে। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৭৭ সালে তিনি নাসিরউদ্দীন স্বর্ণপদক পান। ১৯৮০ সালে আরমানিটোলা ফটোগ্রাফিক ট্রেনিং সেন্টার থেকে তাকে ‘ফাদার অব ফটোগ্রাফি’ উপাধি দেওয়া হয়। ১৯৮৬ সালে সিনেসিক পদক ও চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি থেকে সিপিএস পদক লাভ করেন। ১৯৮৮ সালে ক্রিয়েটিভ ফটোগ্রাফার্স বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্যালোনে তার নামে পদক দেওয়া হয়। ২০০৪ সালে তৃতীয় আন্তর্জাতিক ছবি মেলায় তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়। তিনি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক কাউন্সিল [আইআইপিসি], বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি [বিপিএস] ও ক্রিয়েটিভ ফটোগ্রাফার্স বাংলাদেশের সম্মানিত ফেলো। ২০২১ সালে এই প্রবন্ধকারের সম্পাদনায় পাঠক সমাবেশ থেকে প্রকাশিত হয় চার খ-ের ড্যাডিসমগ্র [গল্প, প্রবন্ধ, আলোকচিত্র ও দুষ্প্রাপ্য গ্রন্থমালা]।

১৯৯৮ সালের ৯ জানুয়ারি গত শতাব্দীর সবচেয়ে ভয়াবহতম শীতের সকালে একটা লম্বা জীবনের যতি টানেন বাংলা ছোটগল্প আর আলোকচিত্রের এই অগ্রপথিক।

ড্যাডির ১৩০তম জন্মজয়ন্তী : রাজধানীর পাঠক সমাবেশ কাঁটাবন শাখায় আজ বিকেল ৫টায় ড্যাডির ১৩০তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। জয়ন্তী উৎসবে আলোচক হিসেবে থাকছেন অধ্যাপক ইমেরিটাস সৈয়দ মনজুরুল ইসলাম, বরেণ্য আলোকচিত্রী পাভেল রহমান, কবি মুম রহমান ও কথাসাহিত্যিক আফসানা বেগম। ক্যামেরা রিক্রিয়েশন ক্লাব, পাঠশালা, কাউন্টার ফটো, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি এই উৎসবের আয়োজক।

লেখক : দেশ রূপান্তরের আলোকচিত্র সম্পাদক

Leave a Reply