মুন্সিগঞ্জ আদালতে সাক্ষ্য দিতে সোমবার দুপুরে হাজির হন জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার শৈবাল বসাক। মামলার সাক্ষ্য শেষে মুন্সিগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজি কামরুল ইসলামের অনুমতি নিয়ে স্বেচ্ছায় এ সময় সংক্রমিত হওয়া ৩টি রোগ সর্ম্পকে উপস্থিত আইনজীবী ও বিচার প্রার্থীদের সামনে বক্তব্য রাখেন। তার এ ধরনের বক্তব্যে বিচারপ্রার্থী ও আইনজীবীরা প্রশংসা করেন।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভেতরে ডা. শৈবাল বসাক বলেন, ৬ থেকে ৮ মাস ধরে সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জে ৩টি রোগ দেখা দিয়েছে। এর মধ্যে ডেঙ্গু, মাম্স ও ফুড অ্যান্ড মাউস অন্যতম। ডেঙ্গু সব বয়সের মানুষের হয়। এছাড়া মাম্স ও ফুড অ্যান্ড মাউস রোগের মধ্যে ২টায় ভাইরাসজনিত। মাম্স ভাইরাসে মুখ মণ্ডলের দুই পাশের গাল ফুলে যায়। তবে এ ভাইরাসে কেউ ভয় পাবেন না। এটা কোনো ক্ষতি করতে পারে না। এতে প্যারাসিটামল খেলেই পাশাপাশি গরম ছ্যাক দিলে কিছুদিন পর এমনিতেই ভালো হয়ে যায়। ফুড অ্যান্ড মাউস ডিজিষ্ট রোগ সাধারণত বাচ্চাদের হচ্ছে। এটাও একটা ভাইরাস।
তিনি আরও বলেন, ফুড অ্যান্ড মাউস ভাইরাসে বাচ্চাদের মুখমণ্ডলে, হাতে ও পাঁয়ে আচিল/গোটার মতো হয়ে থাকে। তবে এ ভাইরাসে ভয়ের কিছু নেই। এটা হওয়ার কিছুদিন পর এমনিতেই চলে যায়। এসব ভাইরাসের জন্য কোনো মেডিসিন নেই। তবে ডেঙ্গু রোগের জন্য আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। ডেঙ্গু হলে বোঝার উপায় জ্বর ১০৩ ডিগ্রি হলেও শরীর এমন ব্যথা করবে যেন হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। এমন জ্বর এলে দেরি না করে অবশ্যই হাসপাতালে চলে আসবেন। সরকারি হাসপাতালে ১০০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করা হয়। ডেঙ্গু এজন্যই পরীক্ষা করবেন ডেঙ্গুতে প্লাটিলেট রক্ত পরীক্ষা করা হয়। যেটা রক্ত জমাট কমাতে সাহায্য করে। সেটা যদি পরিমাণের চেয়ে কমে যায় তাহলে নাক ও মুখ দিয়ে রক্তপাত হতে পারে। সেটা ব্রেন পর্যন্ত চলে গেলে স্ট্রোকও হতে পারে। প্লাটিলেট কমতে কমতে রোগী মারাও যায়।
এসময় আদালতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম, সরকারপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামছুন্নাহার শিল্পী, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট মজিবুর রহমান শেখ, অ্যাডভোকেট আতিকুর রহমান জুয়েল, অ্যাডভোকেট নাজমা আক্তার নীরা, অ্যাডভোকেট দেবদাস মন্ডল দিপু ও তন্ময় চক্রবর্তীসহ অন্যান্য আইনজীবী ও বিচারপ্রাথীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অ্যাডভোকেট আতিকুর রহমান জুয়েল বলেন, সাক্ষ্য দিতে এসে ডাক্তার সাহেব নিজ ইচ্ছায় মানুষকে সচেতন করলেন, এটা প্রশংসনীয় কাজ। অন্য ডাক্তাররাও যদি এভাবে আমাদের আশপাশের লোকজনকে সচেতন করতেন তাহলে মানুষ সাধারণ রোগে আক্রান্ত হলে ভয় কম পেতেন।
আদালতের রাষ্ট্রপক্ষের এপিপি শামসুন্নাহার শিল্পীর সহকারী দীপন বলেন, ডাক্তার শৈবাল বসাক টঙ্গীবাড়ী থানার একটি মারামারি মামলায় আজ আদালতে সাক্ষ্য দিতে এসেছিলেন। ওই মামলাটির বাদী সেলিনা বেগম নামে এক নারী।
ব.ম শামীম/এমএএস
Leave a Reply