মুন্সীগঞ্জ সদর উপজেলায় নিজ বাড়ি থেকে কনিকা আক্তার রিয়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাকহাটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। রিয়া ওই গ্রামের প্রবাসফেরত নাজমুল হোসেন সৈয়ালের স্ত্রী এবং একই উপজেলার রাজারচর গ্রামের মাসুদ মিজির মেয়ে।
রিয়ার স্বজনদের দাবি, রিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার শ^শুরবাড়ির লোকজন। এরপর বাথরুমের ভেতর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারণা চালাচ্ছে তারা। ঘটনার পর থেকেই তারা (শ^শুরবাড়ির লোকজন) পলাতক।
জানা যায়, প্রায় দুই বছর আগে মাকহাটি গ্রামের শামসুল ইসলাম সৈয়ালের ছেলে দক্ষিণ আফ্রিকাপ্রবাসী নাজমুল হোসেন সৈয়ালের সঙ্গে মোবাইল ফোনে বিয়ে হয় রিয়ার। প্রায় ৫ মাস আগে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন নাজমুল। এরপর থেকে শ^শুরবাড়িতেই বসবাস করছিলেন রিয়া।
রিয়ার বাবা মাসুদ মিজি জানান, প্রায়ই রিয়াকে মারধর করত তার শ^শুরবাড়ির লোকজন। সবশেষ এক সপ্তাহ আগেও তাকে মারধর করা হয়। এ ঘটনায় বাবার বাড়ি চলে আসে রিয়া। গত বুধবার রাতের কোনো একসময় সবার অজান্তে রিয়াকে তুলে নিয়ে যায় নাজমুল ও তার লোকজন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, হত্যাকা- না আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা নিশ্চিত হওয়া যাবে।
দেশ রুপান্তর
Leave a Reply