জেলার শ্রীনগরে বোর মৌসুমকে সামনে রেখে বীজতলা প্রস্তুত ও জমি পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ব্যস্ত সময় পাড় করছেন স্থানীয় চাষীরা। এরই মধ্যে আড়িয়ল বিলসহ উপজেলার বিভিন্ন চকে বিশাল এ কর্মযজ্ঞে হাজার হাজার কৃষি শ্রমিক মাঠে কাজ করছেন। ধারনা করা হচ্ছে বির্স্তীণ আড়িয়ল বিলে চলতি মাসের শেষের দিকে জমিতে আগাম ধানের চারা রোপণের কাজ শুরু হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় ১০ হাজার হেক্টরের অধিক জমিতে বিভিন্ন জাতের ধানের চাষ করা হয়। এর মধ্যে আড়িয়ল বিলের শ্রীনগর অংশেই ৫ হাজার হেক্টর জমিতে আগাম ধান চাষ হয়ে থাকে।
সরেজমিন ঘুরে দেখা যায়, আড়িয়ল বিল পাড় এলাকার বিভিন্ন জমিতে ধানি জমির জঙ্গল-কচুরি পানা অপসারণ করা হচ্ছে। এসব জমিতে ধান চাষের লক্ষ্যে স্থানীয় কৃষকরা ধান আবাদের প্রস্তুতি নিচ্ছেন। তৈরি করছেন বীজতলা। আড়িয়ল বিল এলাকার গাদিঘাট, আলমপুর, লস্করপুর, শ্রীধরপুর, মদনখালীতে হাইব্রিড-২৯ ও ২৮ জাতের ধানের বীজতলা প্রস্তুতের কর্মযজ্ঞ চলছে। অপরদিকে উপজেলার পাটাভোগ, কুকুটিয়া, তন্তর, আটপাড়া, বীরতারাসহ বিভিন্ন চকের কোথাও কোথাও হাঁটু ও কোমর পানি থাকতে দেখা গেছে। এসব জমিতে কৃষি শ্রমিকরা পানি উপেক্ষা করে জঙ্গল অপসারণের কাজ করছেন।
স্থানীয় কৃষকরা জানান, বিভিন্ন খাল-ডোবা অপরিকল্পিতভাবে ভরাট ও দখলের কারণে বর্ষার পানি নিস্কাশনে বাঁধাগ্রস্ত হচ্ছে। তারা মনে করছেন এতে ফসলি জমিতে জলাবদ্ধতার পরিমান বাড়ছে।
সাদেক মিয়া (৫০), নাসির, রানা খানসহ বেশ কয়েকজন কৃষি শ্রমিক বলেন, দৈনিক ৬শ টাকা রোজে জমিতে কাজ করছেন। গৃহস্তরা তিন বেলা খাবার ও থাকার জন্য জায়গা দিচ্ছেন। নেত্রকোনা, দিনাজপুর, রংপুর, কুরিগ্রাম, চাপাই নবাবগঞ্জ, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার হাজার লোক আসছেন। ধান ও আলু চাষের শেষ মৌসুম পর্যন্ত এই অঞ্চলে থেকে শ্রম বিক্রি করবেন।
আমাদের সময়
Leave a Reply