একটি স্মার্ট ও সুশিক্ষিত জাতি গঠনের জন্য শিক্ষা ক্ষেত্রে কন্যা শিক্ষার্থীদের সমানভাবে অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
তিনি বলেন, আধুনিক, প্রগতিশীল ও সচেতন মেয়েরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। এজন্য আমাদের বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে।
রোববার (১২ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের মিরকাদিমে রিকাবী বাজার বালিকা উচ্চবিদ্যালয়ে প্রায় ৭৫ লক্ষ্য টাকা ব্যায়ে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবনের শুরু থেকেই মনে প্রাণে জাতির পিতার জীবন ও আদর্শ ধারণ করতে হবে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। সুনাগরিক ও ভালো মনের মানুষ হতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলার, সোনার মানুষ হতে হবে। নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে দেশের উন্নয়ন ও মানুষের সেবা করতে হবে।
জাতির পিতা ১৯৭৩ সালে ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও বিনামূল্যে বই বিতরণ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার প্রসারে গুরুত্ব আরোপ করে নানা কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এবং ১ লাখ ২০ হাজার শিক্ষকের চাকুরি সরকারি করেন।
অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, পরিবারই সন্তানদের নৈতিকতা শিক্ষার প্রথম প্রতিষ্ঠান। আপনার সন্তান যেন অসৎসঙ্গ, মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসী ও সমাজবিরোধী কোন কাজে না জড়ায়। সন্তানেরা যেন প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন করে সে সব বিষয়ে খেয়াল রাখতে হবে। এজন্য সন্তান কোথায়, কাদের সাথে ও কখন যায় সে বিষয়ে নিজের কর্মব্যস্ত জীবনেও তা খেয়াল করতে হবে।
এছাড়াও তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু, মেট্রোরেল, রুপপুর বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলি ট্যানেল, বিমান বন্দরের থার্ড টার্মিনাল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, ও পায়রা বন্দরের মতো বড় বড় প্রকল্পের একের পর এক উদ্বোধন করছেন। উন্নয়নের ধারা অব্যাহত আগামী জাতীয় সংসস নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।
এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আরো বক্তব্য রাখেন,সদর উপজেলা নির্বাহী অফিসার আফিফা খান, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামানসহ অনুষ্ঠানের সভাপতি শহিদুল ইসলাম শাহীন।
এতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল কবির মাস্টার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী, জেলা পরিষদের সদস্য মো. আক্তারুজ্জামান জীবন, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু শেখ, বজ্রযোগিনী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মহাকালী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম ঢালী, শিলই ইউনিয়নের চেয়ারম্যান মো পারভেজ মৃধা,সাবেক চেয়ারম্যান আবুল হাশেম লিটন, বাংলা বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আরও অনেক। পরে নবনির্মিত একাডেমী ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রতিমন্ত্রী।
এদিকে একই দিন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা,সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এসময় জেলা প্রশাসক মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে মুন্সিগঞ্জ জেলা আইন শৃঙ্খলা ও আজ অন্যান্য সভায় আরও উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মো. আসলাম খাঁন, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ সহ কমিটির সদস্যরা। পরে প্রতিমন্ত্রী ইন্দিরা,মুন্সিগঞ্জ মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালকের কার্যালয় পরিদর্শন করেন।
ঢাকা মেইল
Leave a Reply