নাছির উদ্দিন: সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে উপজেলা তাঁতী লীগের নতুন কমিটি নেত্রীবৃন্দের শুভেচ্ছা বিনিময় করেছে। গতকাল সোমবার বিকেলে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক সোহেল মিয়ার নেতৃত্বে কমিটির নতুন নেতারা।
শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ কমিটির নতুন নেতাদের অভিনন্দন জানিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে দায়িত্বশীলতার সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
এই শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আলহাজ্ব আবুবকর সিদ্দিক, সহসভাপতি ইকবাল হোসেন সুরুজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া, মুন্সিগঞ্জ জেলা তাতী লীগ সভাপতি আনোয়ার দেওয়ান, সিরাজদিখান উপজেলা যুবলীগের এক নং যুগ্ম আহবায়ক এইচ এম জহিরুল ইসলাম লিটু, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, সিরাজদিখান উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ রয়েল, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আবদুল্লাহ অনিক, সাধারণ সম্পাদক কাওসার খান প্রমুখ।
Leave a Reply