মুন্সীগঞ্জের ৮টি গ্রামের মানুষের চলাচলে কষ্ট

সেতুর অভাবে দুর্ভোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লা কান্দি ইউনিয়নের আট গ্রামের মানুষ। ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হয় তাদের। গ্রামে গাড়ি প্রবেশ করতে না পারায় রোগীদের হাসপাতালে নিতে পড়তে হয় ভোগান্তিতে। শহরের খুব কাছে থেকেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এসব গ্রামের বাসিন্দারা।

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লা কান্দি ইউনিয়নের ঢালিকান্দি, গাবুয়া মোল্লাবাড়ি, লক্ষিদিবিসহ ৮টি গ্রামে অর্ধলক্ষ লোকের বাস। রজত রেখা নদী, শনিবাড়ি মোড় ও ঢালিকান্দিতে খালের ওপর সেতু না হওয়ায় সদর উপজেলা থেকে বিচ্ছিন্ন এসব গ্রামের মানুষ। তাদের যাতায়াতের একমাত্র উপায় বাশের সাঁকো। ভোগান্তি নিয়েই যাতায়াত করতে হয় বাসিন্দাদের। বেশি বিপাকে পড়তে হয় গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে।

জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়নি বলে জানান স্থানীয়রা। সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে অবহিত করলেও কোনো সুফল না পাওয়ার কথা জানালেন মুন্সীগঞ্জ মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদচেয়ারম্যান রিপন পাটোয়ারী।

মানুষের ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নেয়ার কথা জানালেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান। অবহেলিত এই গ্রামগুলোর উন্নয়নে সরকার এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

বৈশাখী টিভি

Leave a Reply