প্রতিদিন ২০-২৫ জন রোগীকে এক্স-রে পরীক্ষা দেওয়া হয়। বাইরে বাড়তি খরচ দিয়ে এ পরীক্ষা করাতে হয় রোগীদের।
২০২০ সালের ১২ নভেম্বর কোটি টাকা মূল্যের আধুনিক একটি এক্স-রে যন্ত্র স্থাপন করা হয় লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্থাপনের পরই যন্ত্রে দেখা দেয় ত্রুটি। যন্ত্রটি মেরামত অথবা নতুন করে স্থাপনের জন্য নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এর মধ্যে পেরিয়ে গেছে তিনটি বছর। ফলে এক্স-রে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন এ হাসপাতালের বহির্বিভাগে ৩৫০ থেকে ৪০০ রোগী বিভিন্ন সেবা নিতে আসেন, যাঁদের মধ্যে বিভিন্ন কারণে ২০-২৫ জন রোগীকে এক্স-রে পরীক্ষা দেন চিকিৎসকেরা। কিন্তু হাসপাতালে এক্স-রে যন্ত্রটি নষ্ট হওয়ায় বাইরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্স-রে করছেন রোগীরা।
হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, ২০০৭ সালের ১৫ জুলাই হাসপাতালে নতুন এক্স-রে যন্ত্র স্থাপন করা হয়। যন্ত্রটি ত্রুটিযুক্ত ছিল। স্থাপনের পর কোনোরকমে কাজ চলছিল। ২০২০ সালের নভেম্বরে দ্বিতীয় দফায় প্রায় কোটি টাকা ব্যয়ে নতুন আরও একটি এক্স-রে যন্ত্র স্থাপন করা হয়। স্থাপনের পরই যন্ত্রে ত্রুটি দেখা দেয়। এর ফলে তিন বছর ধরেই সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এক্স-রে সেবা।
১৩ নভেম্বর বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালটির এক্স-রে কক্ষে তালা ঝোলানো। চিকিৎসকের প্রতিটি কক্ষে রোগীদের ভিড়। এসব কক্ষ থেকে বেরিয়ে রোগীরা কেউ ছুটছিলেন হাসপাতালের ওষুধের কক্ষে, কেউ যাচ্ছিলেন প্যাথলজি বিভাগে। তাঁদের মধ্যে যাঁদের এক্স-রের প্রয়োজন, তাঁরা হাসপাতালের বাইরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দিকে যাচ্ছিলেন।
হাসপাতালের জরুরি বিভাগে এক বৃদ্ধার হাতে প্লাস্টার করছিলেন চিকিৎসক ও তাঁর সহকারীরা। ওই রোগীর নাম যমুনা বিবি। তিনি উপজেলার মালির অংক এলাকার বাসিন্দা। কিছুদিন আগে গোসল করার সময় পা পিছলে পড়ে গেলে তাঁর হাতের কবজি ভেঙে যায়। হাসপাতালে যমুনা বিবিকে নিয়ে এসেছিলেন তাঁর মেজ ছেলের বউ মাসুদা বেগম। তিনি বলেন, ‘হাসপাতালের এক্স-রে ছিল না।
বাইরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করাই। আবার তাঁকে নিয়ে হাসপাতালে আসি। পরে জানতে পারি, শাশুড়ির হাত ভেঙেছে। এক্স-রে করাতে ৫০০ টাকা খরচ হয়েছে। তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। যদি হাসপাতালের এক্স-রেটা ঠিক থাকত, আমাদের টাকা বেঁচে যেত, ভোগান্তিও হতো না।’
কয়েকজন রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি হাসপাতালে যাঁরা চিকিৎসাসেবা নিতে আসেন তাঁদের অধিকাংশই দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষ। বিনা মূল্যে ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা পাওয়ার জন্য তাঁরা উপজেলা হাসপাতালগুলোতে আসেন। তাই প্রতিটি হাসপাতালে অন্য সেবার সঙ্গে এক্স-রে সেবা থাকাটা শতভাগ জরুরি। অথচ লৌহজংয়ের মতো গুরুত্বপূর্ণ একটি উপজেলায় বছরের পর বছর ধরে এ সেবা নেই। এতে ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপজেলার মানুষ। দ্রুত এক্স-রে যন্ত্র চালুর দাবি জানান রোগী ও স্থানীয় মানুষেরা।
হাসপাতালের এক্স-রে যন্ত্রের সমস্যাটির কথা তুলতেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুস সালেহীন বলেন, ‘যত দূর শুনেছি, এক্স-রে যন্ত্র স্থাপনের ত্রুটি ধরা পড়ে। এতে একবারের জন্যও এটি ব্যবহার করা যায়নি। এটি না থাকায় রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। দুই বছর হলো এ হাসপাতালে এসেছি। যন্ত্রটি মেরামতের জন্য ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনট্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারকে ছয় থেকে সাতবার চিঠি লিখেছি। এরপরও সমস্যাটির কোনো সমাধান হচ্ছে না।’
চিকিৎসক ও জনবলসংকট
২০০০ সালে টিনের কক্ষের মাধ্যমে হাসপাতালটির ৩১ শয্যার কার্যক্রম শুরু হয়। ২০০৫ সালে তিন তলা নতুন ভবন হয়। তখন এটি ৩১ থেকে ৫০ শয্যার করা হয়। প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ রোগী উপজেলার গুরুত্বপূর্ণ হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসেন। তবে চিকিৎসক ও তৃতীয়, চতুর্থ শ্রেণির জনবলের তীব্র সংকট থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
হাসপাতালের নথিপত্র থেকে জানা যায়, ৫০ শয্যার বিপরীতে হাসপাতালে চিকিৎসক দরকার ২২ জন। সেখানে কাগজে-কলমে আছেন ১৩ জন। এই ১৩ জনের মধ্য থেকে রাজধানী ঢাকাসহ অন্য হাসপাতালে প্রেষণে আছেন ৬ জন। ৭ জন দিয়ে কোনোরকমে চলছে চিকিৎসা কার্যক্রম। এ ছাড়া হাসপাতালে পরিসংখ্যানবিদের পদটি ফাঁকা। পাঁচটি পরিচ্ছন্নতাকর্মীর, তিনটি ওয়ার্ড বয়, তিনটি পাচক, দুটি আয়ার পদ থাকলেও সব কটি পদই ফাঁকা। নেই অ্যাম্বুলেন্সচালকও। পাঁচটি অফিস সহায়ক পদের মধ্যে আছে মাত্র দুজন, সিনিয়র স্টাফ নার্সের দুটি পদ শূন্য।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুস সালেহীন বলেন, ‘রোগীদের দুর্ভোগবিহীন ভালো সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। চিকিৎসক যাঁরা আছেন, তাঁরা সবাই আন্তরিক। তবে জনবলসংকটের জন্য কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। সেবার মান বাড়াতে হলে শূন্য পদে নিয়োগ এবং যাঁরা বাইরে প্রেষণে আছেন, তাঁদের ফিরিয়ে আনা দরকার।’
মুন্সিগঞ্জ সিভিল সার্জন মঞ্জুরুল আলমের দাবি, তাঁর জানামতে সব কটি উপজেলার এক্স-রে যন্ত্র সচল রয়েছে। এ বিষয়ে কেউ তাঁকে জানাননি। চিকিৎসক ও জনবলসংকটের বিষয়ে তিনি বলেন, ‘সব হাসপাতালেই লোকবলসংকট আছে। আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখছি। নিয়োগ হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।’
প্রথম আলো
Leave a Reply