নাছির উদ্দিন: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে এবার মহিউদ্দিন আহমেদকে নৌকার প্রার্থী চায় স্থানীয় এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্প ধারা বাংলাদেশের সংসদ সদস্য থাকায় দল দুর্বল হচ্ছে। এরই মধ্যে বর্তমান সংসদ সদস্যদের উন্নয়নের হিসেব নিকেশও শুরু করেছে সাধারন মানুষ।
হাজী মহিউদ্দিন আহমেদ ৩০ বছর ধরে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ বারের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান তার স্ত্রী মালখানগর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ও ছেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তার পুরো পরিবারই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এই নেতাকে নৌকা মার্কার মনোনয়ন দিলে এই আসনটি আওয়ামী লীগে ঘরে উঠবে বলে দাবি করছেন মুন্সীগঞ্জ-১ সিরাজদিখান-শ্রীনগর এই দুই উপজেলার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। এছাড়া বিকল্প ধারা আওয়ামী লীগের সঙ্গে জোটগত নির্বাচন করলেও এই আসন থেকে অবশ্যই নৌকার প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবি চলছে খুব জোরেসোরে। পাশাপাশি এই দুই উপজেলার সাধারণ মানুষও হাজী মহিউদ্দিন আহমেদকে এমপি হিসেবে দেখতে চায়।
সিরাজদিখান উপাজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দক বলেন, স্বাধীনতার পর থেকে আমরা আমাদের উপজেলায় কোন এম পি পাইনি।
গত নির্বাচনে মহা জোটের প্রার্থী মাহি বি চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সাথে কোন যোগাযোগ করেনি। কোন প্রয়োজন হলে আমরা এমপি সহযোগিতা পাইনি। বিগত জাতীয় দিবস গুলোতেও তাকে আমরা পাইনি। হাজী মহিউদ্দিন আহমেদ দীর্ঘ ৩০ বছর যাবত এই উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। তিনি জনগণের প্রতিনিধি জনগণ তাকে ভালোবেসে পাঁচবারের ইউনিয়ন চেয়ারম্যান, তিনবারের উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাজী মহিউদ্দিন আহমেদ কে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এ আসনে মনোনয়ন দিবেন সিরাজদিখান উপজেলা আওয়ামিলীগের একমাত্র দাবি।
শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ একাধিক নেতা জানান, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি বাবু সুকুমার রঞ্জন ঘোষ এরপর এ এলাকায় মহিউদ্দিন আহমেদ মনোনয়নের প্রাপ্য। এখন অনেক নেতারাই সুদিনের নেতা তারা দুই উপজেলার অনেক ইউনিয়নের নামও ঠিকমতো বলতে পারেনা কিন্তু মহিউদ্দিন আহমেদ সকল নেতাকর্মী ও এলাকার নাম জানেন তাই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চাই।
সিরাজদিখান-শ্রীনগর এলাকার সাধারণ মানুষ চাইলেই এমপির সাথে দেখা করতে পারেন না। কারণ বছরের বেশিরভাগ সময় তিনি বিদেশে থাকেন। এছাড়া দেশে থাকা দিন গুলোতে তিনি ঢাকায় থাকায় এলাকার মানুষ তাকে কাছে পান না। এতে করে এলাকার সমস্যার কথাও তার কছে তুলে ধরতে পারেন না। এছাড়া তিনি বিকল্প ধারর হওয়াতে আওয়ামীলীগ নেতারাও পাসে পান না।
এবিষয়ে হাজী মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জনগণের জন্য কাজ করার সুযোগ দিলে আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তেই কাজ করবো। এলাকায় কর্মমূখী শিক্ষার মাধ্যমে বেকারত্ব নিরসন, সাধারন মানুষর দুঃখ, কষ্ট লাঘবে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। তিনি মনে করেন, সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে সাধারন মানুষের ভোটে আওয়ামী লীগের নৌকাকে বিজয়ী করবো।
Leave a Reply