মুন্সীগঞ্জে অনলাইনে প্রথম সাক্ষ্য গ্রহণ

মুন্সীগঞ্জে প্রথমবারের মতো ভার্চুয়াল পদ্ধতিতে মামলার সাক্ষ্য গ্রহণ করলেন আদালতের বিচারক। গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিকে সাক্ষ্য গ্রহণ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সিরাজদীখান থানার মধ্যপাড়া গ্রামে সালিশ বৈঠক চলাকালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেন। এতে মামলাটির জখমী সনদ প্রদানকারী উপজেলার জৈনসার উপ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক লিফাত নুর লুনার সাক্ষ্য গ্রহণের জন্য মামলাটি দীর্ঘদিন আটকে ছিল।

সূত্র জানায়, চিকিৎসক লুনা বর্তমানে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কভিড-১৯ হাসপাতালে কর্মরত থাকায় এবং সারাদেশে চলমান হরতাল ও অবরোধের কারণে আদালতে স্বশরীরে হাজির হয়ে সাক্ষ্য দেওয়া ঝুঁকিপূর্ণ ও দুরূহ। সাক্ষীর সাক্ষ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রহণ করার জন্য আবেদন করেন আদালতের এপিপি মনিরুজ্জামান কনক। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিচারক তাঁর এজলাস কক্ষে বসে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসক লুনার সাক্ষ্য গ্রহণ করেন।

সরকার পক্ষের আইনজীবী মনিরুজ্জামান কনক জানান, মুন্সীগঞ্জে এই প্রথমবারের মতো অনলাইনে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান বুধবার প্রথমবারের মতো মুন্সীগঞ্জে ভিডিও কলের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করেছেন। এভাবে দূর-দূরান্তে থাকা সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হলে বিচার প্রার্থীরা উপকৃত হবে।

সমকাল

Leave a Reply