আওয়ামী লীগ আজ আনুষ্ঠানিকভাবে তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। মুন্সিগঞ্জের ৩টি আসনের মধ্যে দুইটি আসনে আওয়ামী লীগের বর্তমান প্রার্থীদের অপরিবর্তিত রাখা হয়েছে। একটি আসনে প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ।
মুন্সিগঞ্জের ৩টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, মুন্সিগঞ্জ ১- মহিউদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ ২- সাগুফতা ইয়াসমিন এমিলি ও মুন্সিগঞ্জ ৩- মৃণাল কান্তি দাস।
মুন্সিগঞ্জের ৩ টি আসন থেকে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন সর্বমোট ৩৮ জন। মুন্সিগঞ্জ জেলার ৬টি উপজেলা, ৬৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় সর্বমোট ভোটারের সংখ্যা ১৩ লাখ ৪৩ হাজার ৬৯৭ জন।
সিরাজদিখান-শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন ১৫ জন, টংগিবাড়ী-লৌহজং উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ২ আসন থেকে ১১ জন ও মুন্সিগঞ্জ সদর-গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ৩ আসন থেকে চেয়েছিছেন ১২ জন।
সংবাদ
Leave a Reply