মুন্সীগঞ্জে ইছামতীর তীরে লালন সাধুসঙ্গে হাজারো মানুষের ঢল

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দেশের বিভিন্ন সাধু বাউলদের নিয়ে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। গেল শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার লতব্দি ইউনিয়নের দোসরপাড়ার টেকেনহাট এলাকার ইছামতী নদীর তীরে ”পদ্মহেম ধামে” এ সাধুসঙ্গ হয়। এ বছরের আসর নিয়ে ১৯ তম সাধুসঙ্গ হয়। সাধুসঙ্গে দুপুর থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত হাজারো মানুষের সমাগম দেখাগেছে।

পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে বিকেল ৪টার দিকে সাধু সঙ্গের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাব্বির আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবীবা ফারজানা, সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম সুমন। পরে রাত ৮টার পর হতে লালন সাইজীর বিখ্যাত বিখ্যাত মারফতী, এলাহী গানের মধ্য দিয়ে সাধুসঙ্গর প্রহর শুরু হয়। মধ্যরাত পর্যন্ত চলে এসব গান। গান পরিবেশন করেন চুয়াডাঙার সাধু বাউল আজমিরি ফকির, বাউল লতিফ শাহ, রাজ্জাক বাউল, সমির বাউল, সুকুমার ঘোষ, ফরিদপুর থেকে সাধু বাউল পাগল বাবলু, বাশিবাদক বজলুশাহ, দোতরা বাদক ভুট্টোশাহর মত বিখ্যাত সাধকরা। সাধুসঙ্গে যোগদান করেন বিভিন্ন জেলা হতে ছুটে আশা লালন ভক্তরা। দিবসটি উপল¶্যে এদিন ইছামতি নদীর ধারে খোলা মাঠে বসে গ্রামীণ মেলা।

পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা সভাপতি কবির হোসেন বলেন, লালন সাইজী চেয়েছিলেন আমাদের দেশটা অসম্প্রদায়িক ও মানবতার চেতনায় গড়ে উঠুক। তার বাণীতে সেগুলোই তিনি বলেছেন। লালন সাঁইজির বাণী ও দর্শন মানুষের মধ্যে ছড়িয়ে ১৯ বছর ধরে এই সাধুসঙ্গ করে আসছি। একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। যে সমাজে মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ। সামনের দিনগুলোতে আরো ভালোভাবে আয়োজন করার চেষ্টা করবো আমরা।

যাযাদি

Comments are closed, but trackbacks and pingbacks are open.