মুন্সীগঞ্জে তিন আসনে বর্তমান এমপিসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

বর্তমান সংসদ সদস্যসহ মুন্সীগঞ্জের তিনটি আসনে মনোনয়ন বাতিল হয়েছে আট প্রার্থীর। তবে বৈধতা পেয়েছেন জেলার তিনটি আসনের আওয়ামী লীগের তিন প্রার্থীসহ ২৪ জন। রবিবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষ এমন তথ্য পাওয়া গেছে।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন আহম্মেদের মনোনয়ন বৈধতা পেলেও জামিনদার হিসেবে ঋণখেলাপির দায়ে বিকল্প ধারার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরীর মনোনয়ন বাতিল হয়েছে।

এ ছাড়া একই আসনে এক শতাংশ সমর্থন তালিকায় গরমিলের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির ও প্রস্তাবকারীর নির্বাচনি এলাকা মুন্সীগঞ্জ-১ আসনের ভোটার না হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়েছে বিএনএফের প্রার্থী মুহাম্মদ ফরিদ হোসেনের।

অন্যদিকে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে সর্মথন তালিকায় গরমিলের অভিযোগে মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, আয়কর রিটার্ন ও নতুন ব্যাংক একাউন্টের তথ্য দাখিল না করায় বাতিল হয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নূরে আলম সিদ্দীকির, আয়কর রিটার্ন দাখিল না করায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাচ্চু শেখ ও শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করায় বাতিল হয়েছে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কামাল খাঁনের।

এদিকে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস ও স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগকৃত মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লবসহ ১০ জনের মনোনয়নপত্র বৈধ হলেও আয়কর রিটার্ন দাখিল না করায় বাতিল হয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মমতাজ সুলতানা আহমেদের।

এর আগে জেলার তিনটি আসনে ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। রবিবার যাচাই-বাছাই শেষে তিনটি আসনের মধ্যে বিভিন্ন কারণে আট প্রার্থীর মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।

তিনি জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলে জানান তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.