নাছির উদ্দিন: সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের একজন উপপরিদর্শক (এসআই) এর বিরুদ্ধে এক ব্যাক্তিকে চুরির মামলা দিয়ে ফাঁসানোরভয় ও হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুর গ্রামে।
ভুক্তভোগী উজ্জল মিয়া অভিযোগ করে বলেন, আমি একজন সামান্য মুরগির ব্যবসায়ী। গত ১ডিসেম্বর বুধবার আমার বড় ছেলে রাহাত মিয়া টিকরপুর বাজারে মুড়গী বিক্রি করতে যায়। সেখান থেকে প্রান্তুস নামে এক ব্যাক্তি ও তার সহোদর মিলে আমার ছেলেকে খারসুর গ্রামে তুলে নিয়ে আসে। তারা আমার ছেলেকে গাছের সাথে হাতপা বেধে মারধর করে। খবর পেয়ে আমি ও স্থানীয় মেম্বার, গণ্যমান্যব্যক্তি দের নিয়ে গিয়ে ছেলেকে উদ্ধার করে নিয়ে আসি। পরবর্তীতে সন্ধ্যার দিকে শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই জসীমউদ্দীন আমাকে হুমকি-ধমকি দেয় ও তদন্ত কেন্দ্রে ডাকে। সেখানে যাওয়ার পর আমাকে অনেক ভয়ভীতি দেখায় ও টাকা দাবি করে তখন আমি তাকে ৫ হাজার টাকা দিয়ে আসি। পরবর্তীতে সে রবিবার আমার দোকানে আসে। এসে ১ লক্ষ টাকা দাবি করে আর বলে টাকা না দিলে ঝামেলায় পড়ে যাবেন বিষয়টা অনেক বড় হবে। বাপ ছেলে সবাই মিলে চুরির মামলা খাবেন। তার ভয়ে আমি এখন পালিয়ে বেড়াচ্ছি।
চিত্রকোট ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ড ইউপি সদস্য চিত্তরঞ্জন বিশ্বাস বলেন, উজ্জল মিয়ার ছেলেকে পান্তুসদের বাসার পাশের গাছের সাথে বাধা অবস্থায় পাই। সেখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে আসি।
অভিযোগের বিষয় অস্বীকার করে এসআই জসিম উদ্দিন বলেন, আমি একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষে বলে আসি স্থানীয়ভাবে বসে অভিযোগের বিষয়টি আপনারা সমাধান করেন।
শেখর নগর তদন্ত কেন্দ্রের আই সি নাসির উদ্দিন বলেন, এই ঘটনা মোটেও সত্য নয়। এ ধরনের তথ্য আমার জানা নেই তথ্য পেলে ব্যবস্থা নিব।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আসলাম খান বলেন, এবিষয়ে আমাদের কাছে অভিযোগ দিলে সাক্ষ্য প্রমাণে যদি সে দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।