মুন্সীগ‌ঞ্জে অসহায়‌দের মা‌ঝে কম্বল বিতরণ

মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দিমে খোর‌শেদ আহ‌মেদ চৌধুরী আমেনা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যো‌গে দুস্থ ও অসহায়‌দের মা‌ঝে কম্বল বিতরণ ক‌রে।

শ‌নিবার সকা‌লে ১১টার দি‌কে পৌসভার দ‌ক্ষিণ রাম‌গোপালপুর ডিপ‌টি বা‌ড়ি‌তে এই কম্বল বিতরণ করা হয়।

এসময় প্রধান অ‌তি‌থি উপ‌স্থিত ছি‌লেন মিরকা‌দিম পৌরসভার মেয়র হাজী মোঃ আব্দুস সালাম, এসময় বি‌শেষ অ‌তি‌থি মিরকা‌দিম পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল জ‌লিল মাদবর, ব্যবস্থাপনায়: বাবু চৌধুরী, সেলিম চৌধুরী, সোহেল আহমেদ, সম্পা চৌধুরী, মুসা চৌধুরী, দাইফ চৌধুরী, খুররম চৌধুরী।

সা‌র্বিক সহ‌যো‌গিতায় ছি‌লেন সম্পাদক, দৈনিক নতুন ভোর ও সাপ্তাহিক নতুন সকাল শাহেদ চৌধুরী, মন্টু চৌধুরী, শাহিন চৌধুরী, উজ্জল চৌধুরী, সার্বিক সহযোগিতায়: মুহিত চৌধুরী, আনিস চৌধুরী, জাকারিয়া চৌধুরী, বাবুল চৌধুরী, সিজান চৌধুরী, কোহিনুর চৌধুরী, লুজান চৌধুরী, খাকান চৌধুরী, তাইফ চৌধুরী, মোর্শেদ বেপারী, মামুন মাদবর, জুয়েল তালুকদার, বাদল ও আসাদসহ আরো অ‌নে‌কেই।

যাযাদি

Comments are closed, but trackbacks and pingbacks are open.