নাছির উদ্দিন : মুন্সীগঞ্জের সিরাজদিখানে দু‘টি ইটের ভাটায় ডাকাতির ঘটনা ঘটেছে । বুধবার দিবাগত রাতে উপজেলার বালুচর ইউনিয়েনের চর পানিয়া এলাকার বিসমিল্লাহ ব্রীকস ও একই ইউনিয়নের রামকৃষ্ণদী এলাকার খাজা ব্রীকস নামের দুটি ইটভাটায় ডাকাতি সংঘটিত হয় । এ সময় ডাকাতরা দুটি ইটভাটার শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মী করে প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ও ১৬ টি মোবাইলসেট লুট করে নিয়ে গেছে।
চরপানিয়া এলাকার বিসমিল্লাহ ব্রীকসের মালিক মো.কোরবান আলী জানান,‘রাত দেড়টার দিকে ৭/৮ জন ডাকাতদল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ভাটার ম্যানাজার মো.খলিলকে জিম্মী করে আলমারীর চাবি নিয়ে ৩ লক্ষ টাকা ও শ্রমিকদের কাছ থেকে ৩ টি মোবাইল নিয়ে যায় ।
এর আগে রাত সাড়ে ১২ টার দিকে ডাকাত দল রামকৃষ্ণদী এলাকার খাজা ব্রীকসে গিয়ে ঘুমন্ত শ্রমিকদের ডেকে ১৩ টি মোবাইল ও রেজাউল নামে এক সর্দারের কাছ থেকে ৭৫ হাজার টাকা লোটে নেয়।
খাজা ব্রীকসের ম্যানাজার মো.খালেক মিয়া জানান, রাত সাড়ে ১২ টার দিকে ৭/৮ জনের মুখোশ পড়া ডাকাত দল ভাটার ঘুমন্ত শ্রমিকদের ডেকে তোলে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১৩ টি মোবাইল ও রেজাউল নামে এক সর্দারের কাছ থেকে ৭৫ হাজার টাকা নিয়ে যায় ।
সিরাজদিখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম জানান,বিষয়টি আমার জানা নেই তবে সিরাজদিখানে বেশীরভাগ ইটভাটাগুলি ধলেশ্বরীর নদীর পাড়ে । আমি এর আগেও বিষয়টি নৌপুলিশকে অবহিত করেছি । আজকের ডাকাতির ঘটনাটি এখনো কেউ আমাকে জানায়নি ।