গজারিয়ার ৫২ বছর আগের দুঃসহ স্মৃতি আজ গৌরবের

আজ ১০ ডিসেম্বর গজারিয়া হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে গজারিয়া পাকিস্তানি হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের ৯ মে এই জনপদে হানাদার বাহিনী ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ চালায়। সেদিন হানাদার বাহিনী ৩৬০ জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। এরপর থেকে শুরু হয় পুরোদমে যুদ্ধ। এর আগে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু সংগ্রাম পরিষদ গঠনের নির্দেশ দিলে ১০ মার্চ মরহুম ডা. এম এ কাদেরকে আহ্বায়ক করে মহকুমা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এ পরিষদও বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় আরও তৎপর হয়ে উঠে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ২৫ মার্চ রাত ১০টার মধ্যে গজারিয়ার বাউশিয়া গোমতী নদী ও মেঘনাঘাট মেঘনা নদীর ওপর ফেরিগুলো রামচন্দ্রপুরে পাঠিয়ে দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যোগাযোগ বন্ধ করে দেন গজারিয়ার সন্তান এমএনএ অধ্যাপক কে এম শামসুল হুদা। এতেও বিপাকে পড়েন পাকিস্তানি সেনারা।

১৯৭১ সালে মুন্সীগঞ্জ ছিল ঢাকা জেলার একটি মহকুমা। নদীবেষ্টিত গজারিয়া থানা মুন্সীগঞ্জের অন্তরর্গত হলেও মূলত এটি ছিল একটি বিচ্ছিন্ন এলাকা। গোমতী নদী ও মেঘনা নদী এই উপজেলাটিকে বিছিন্ন করে রেখেছিল। ৮ মে মধ্য রাতে ব্যাপক প্রস্তুতি নিয়ে একজন পাকিস্তানি মেজরের নেতৃত্বে বেলুচ রেজিমেন্টের দুই শতাধিক সৈন্য গজারিয়ায় ঢুকে পড়ে। পর দিন তারা গজারিয়া উপজেলার ফুলদী নদীর উপকণ্ঠের গোসাইচরসহ আশপাশের গ্রামগুলোতে নারকীয় অভিযান চালিয়ে ৩৫০ জন নিরপরাধ মানুষকে হত্যা করে। এটাই ছিল মুন্সীগঞ্জের ইতিহাসে সবচেয়ে বড় ও পৈশাচিক গণহত্যা।

ভৌগলিক কারণে এই জনপদে হানাদার বাহিনী ছিল সর্তক এবং শক্ত অবস্থানে। তারপরেও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় ১৯৭১ সালে প্রবল প্রতিরোধ আর বীরত্বগাঁথা অবদানে গজারিয়া থানা সদরে একটি মূল ক্যাম্পসহ হানাদার বাহিনীর ৩টি ক্যাম্প ও ৫টি সেমি ক্যাম্প এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া বক্তার কান্দির কাছে এবং আনারপুরা এলাকায় দুটি রাজাকার ক্যাম্প থেকে পাকিস্তান বাহিনীকে হটাতে সফল হয়। এর ফলে ১০ ডিসেম্বর গজারিয়া হানাদার মুক্ত হয়। ৯ মাসের নিস্তব্ধতা ভেঙে মুন্সীগঞ্জের গজারিয়ার আকাশে উড়ে বিজয় পতাকা। মুক্তিবাহিনী ও জনতার আনন্দ মিছিলে মুখরিত হয় গজারিয়ার পথ-প্রান্তর।

ইতিহাস থেকে জানা যায় মুন্সীগঞ্জ জেলায় প্রথম শত্রু মুক্ত হয় টঙ্গিবাড়ী উপজেলা। ১৫ নভেম্বর সংবাদ মাধ্যম বিবিসিতে এ সংবাদ প্রচারিত হয়। বিবিসির তথ্য মতে, টঙ্গিবাড়ীই বাংলাদেশে সর্বপ্রথম হানাদার মুক্ত হয়। ১৫ নভেম্বর হানাদার মুক্ত হয় লৌহজং উপজেলা। এই সংবাদও বিবিসি ও আকাশ বাণী থেকে প্রচাার করা হয়। ১০ নভেম্বর শ্রীনগর ও ২০ নভেম্বর সিরাজদিখান শত্রু মুক্ত হয় আর গজারিয়া মুক্ত হয় ১০ ডিসেম্বর।

তা ছাড়া ১৯৭১ সালের ৯ মাস মুন্সীগঞ্জের বিশাল ক্যানভাস ছিল রক্তমাখা। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আর বিভীষিকাময় অবরুদ্ধ জীবনের পর ১৯৭১ সালের ১১ ডিসেম্বর হানাদারমুক্ত হয় পুরো মুন্সীগঞ্জ জেলা।

জেলার বিভিন্ন স্থানে সম্মুখযুদ্ধ আর বীর মুক্তিযোদ্ধাদের একের পর এক সফল অপারেশনের ফলে সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্প থেকে ১১ ডিসেম্বর ভোরে হানাদার বাহিনী লেজ গুটিয়ে মুন্সীগঞ্জ জেলা ছেড়ে পালায়। গা-ঢাকা দেয় পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকাররাও। পাকিস্তানি বাহিনীর মেজর জাবেদ রহিম ও ক্যাপ্টেন সিদ্দিকের প্রত্যক্ষ নির্দেশে মুন্সীগঞ্জ জেলায় গণহত্যাগুলো সংঘটিত হয়। একাত্তর সালের ৯ মাসে ৩৬৯ বর্গমাইল আয়তনের মুন্সীগঞ্জে ৪২টি স্থানে ১৪৫টি গণহত্যা সংঘটিত হয়।

গজারিয়া হানাদার মুক্তের ইতিহাস নিয়ে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুর রহমান কালবেলাকে বলেন, তখন বিনোদপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আমাকে যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। এ ছাড়া আমার ফুফা বর্তমানে শ্বশুর সিরাজ উদ্দিন আমাকে যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। তিনি প্রথমে ভারতে প্রশিক্ষণ নিতে গিয়েছেন। পরবর্তীতে তিনি আমাদেরকে ভারতে নিয়ে গিয়েছেন। পরে আমরা ভারতে ২৯ দিনের মতো সাময়িক গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিই।প্রশিক্ষেণে ছিল হাতিয়ার, গ্রেনেট, এএলআর, এলএমজি, জাহাজ বিধ্বংসী কামান রকেট সেল। প্রশিক্ষণ শেষ করে আগস্ট মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে চলে আসি। আমাদের ক্যাম্প ছিল দাউদকান্দির রামপুরাতে বর্তমান যেটি মেঘনা থানার অন্তরর্ভুক্ত। প্রথমে আমাদের যুদ্ধ শুরু হয় দাউদকান্দিতে পাকিস্তানীরা গান বোটে নিয়ে কালিপুরার পাশ দিয়ে আসছিল। তাদের উদ্দেশ্যে আমরা রকেট লাঞ্চার ছুড়ি তবে আমাদের রকেট লাঞ্চার কাজ না হওয়ায় সঙ্গে সঙ্গে গজারিয়া, হোমনা ও দাউদকান্দি এই তিন থানার কমান্ডার ক্যাপ্টেন গিয়াস উদ্দিনকে ইনফর্ম করি। ক্যাপ্টেন গিয়াস উদ্দিন ভারতে মেসেজ দিলে ভারতীয় বিমান বাহিনী এসে পাকিস্তানি গানবোটে বম্বিং করে মেঘনা নদীতে ডুবিয়ে দেয়। পাকসেনাদের যাতায়াত বিঘ্ন করার জন্য মেজর হায়দার ও খালেদ মোশাররফের পরামর্শে আমরা তৎকালীন গজারিয়া থানার ভাটেরচর ব্রিজ, আনারপুরা ব্রিজ, ভবেরচর ব্রিজ এবং বাউশিয়া ব্রিজ ডেমোলিশ করি। তা ছাড়া আলিপুরার যুদ্ধে আমরা ৬ জনের একটি গ্রুপ অংশগ্রহণ করি। আমরা ছয়জন দুই গ্রুপে ভাগ হয়ে রাস্তার এক পাশে ৩ জন এবং অন্য পাশে বাকি ৩ জন অবস্থান নেই। ওখানে পাক সেনাদের সঙ্গে আমাদের গোলাগুলি হয়। ওই যুদ্ধের জায়গাটায় ১২ জন পাক সেনা নিহত হয়। আর এক জনকে আমরা ধরে নিয়ে যাই। পরে ওই সেনার অবস্থা খারাপ দেখে তারে বেয়োনেট মেরে নদীতে ফেলে দেই। ৯ ডিসেম্বর পর্যন্ত আমরা হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছি। পরে গজারিয়ার মুক্তিবাহিনীর সঙ্গে যুদ্ধে হানাদার বাহিনী হেরে লেজ গুটিয়ে পালিয়ে যায়। তারপর ১০ ডিসেম্বর গজারিয়া হানাদার মুক্ত হয়।

আলোকচিত্রী ও গবেষক সাহাদাত পারভেজ কালবেলাকে গজারিয়া হানাদার মুক্ত দিবস বিষয়ে বলেন, ১৯৭১ সালের ৯ মে প্রথমে হানাদার বাহিনী গজারিয়ায় অনুপ্রবেশ করে। মুন্সীগঞ্জের ওই দিন গজারিয়ার ফুলদী নদীর উপকণ্ঠের গ্রামগুলোতে গণহত্যা অভিযান পরিচালনা করে। এরপর একই দিনের মুন্সীগঞ্জে ফন্টটিয়ার ফোর্সের রেজিমেন্টের মেজর আব্দুস সালামের নেতৃত্বে এলআইসি মুন্সিগঞ্জটাকে দখল করে। শুরু হয়ে যায় আমাদের মুক্তিযুদ্ধের প্রতিরোধ যুদ্ধ। দেশের অন্যান্য জায়গা থেকে মুক্তিযুদ্ধে গজারিয়ার অনন্য অবদানের কারণ হচ্ছে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক। কারণ মহাসড়ক গজারিয়ার ওপর দিয়ে বয়ে গেছে ১৩ কিলোমিটার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এমএসআর রোড বা পাকিস্তানি সামরিক ভাষায় এটাকে বলা হতো মেইন সাপ্লাই রোড। চট্টগ্রাম পোর্ট থেকে হানাদার বাহিনীর সমস্ত রসদ আসত এই রাস্তা দিয়ে। ফলে এই এলাকার যারা মুক্তিসংগ্রামী বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাদের মূল কাজ ছিল এই সড়কের কালভার্ট ব্রিজকে উড়িয়ে দেওয়া। যখনই এই জনপদের মুক্তিবাহিনী ব্রিজ কালভার্ট ভেঙে দিয়েছে তখনই পাকিস্তনি হানাদার বাহিনীর খড়গ এসে নেমেছে গজারিয়াবাসীর ওপর। গজারিয়ায় ৯ মাসে মানুষের স্বাভাবিক জীবন ছিল না এর অন্যতম কারণ বাংলাদেশর প্রত্যেকটি থানায় পাকিস্তান হানাদার বাহিনী একটি করে ক্যাম্প ছিল। তবে গজারিয়ায় ছিল ৩ টি ক্যাম্প এবং ৪টি সেমি ক্যাম্প। যেহেতু ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক মেঘনা এবং গোমতী নদীর ওপর দিয়ে বয়ে গেছে তাই হানাদাররা থানা সদরে ১টি মেঘনা আর গোমতী নদী পারে ২টি আর আর ব্রিজ কালভার্টগুলোর সামনে বাকি ৪টি সেমি ক্যাম্প স্থাপন করেছিল। ফলে গজারিয়া মানুষ যেমন নির্যাতিত হয়েছে তেমন বীর মুক্তিযোদ্ধের গৌরবময় ইতিহাসে অনেক অনন্য অবদান রেখেছে। এ ছাড়া ১৯৭১ সালের ৯ মে যে গজারিয়ায় গণহত্যা হয়েছে। তার পর থেকে গজারিয়ার দামাল ছেলেরা এই জনপদটিকে মুক্ত করার জন্য এক ধরনের গণ বিস্ফোরণ একেছিল। ফলে তাদেরকে গ্রেপ্তার করার জন্য পাকিস্তান সাব মারসাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে হুলিয়া জারি করা হয়েছে। তাদেরকে না পেয়ে গজারিয়া বিভিন্ন এলাকায় গণহত্যা করেছে। ৫১ বর্গ মাইলের এই গজারিয়া পুরোটা মেঘনা এবং গোমতী নদী দ্বারা বিস্তৃত এবং অপেক্ষা কৃত নিচু এলাকা। সেই কারণে মুক্তিযোদ্ধে এই এলাকাটি একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছিল। ফলে যুদ্ধে ২ নম্বর সেক্টরের কমান্ডার খালেদ মোশাররফ চিন্তা করেছিলেন যে এই কুমিল্লা অঞ্চলটাকে যদি আগে স্বাধীন করা যায় তাহলে মুক্তিযুদ্ধকে এখান থেকেই পরিচালনা করা যাবে। সেই জায়গা থেকে দেখা যায় গজারিয়া মুক্তিযোদ্ধাদের আবদান অনন্য ভূমিকা রেখেছে। ১৯৭১ এর ৯ ডিসেম্বর গজারিয়ায় নানা রকমভাবে চারদিক থেকে যুদ্ধ হয়েছে। সারা দিন সারা রাত যুদ্ধ হওয়ার পর হানাদার বাহিনী লেজ গুটিয়ে পালাতে থাকে। আর এভাবেই ১০ ডিসেম্বর গজারিয়া হানাদার মুক্ত হয়।

এ ছাড়া পুরান বাউশিয়া ও বক্তারকান্দি কালভার্টের কাছে রাজাকারদের অস্থায়ী ক্যাম্প স্থাপিত হয়। ফলে হানাদার, রাজাকার ও স্থানীয় দালালদের ব্যস্ত আনাগোনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই ১৩ কিলোমিটার পথ ভয়ংকর মৃত্যুপুরীতে পরিণত হয়। মহাসড়কের দখলদারি নিয়েই মূলত হানাদারদের সঙ্গে গজারিয়ার গেরিলা যোদ্ধাদের মূল সংঘাত। দখলদার বাহিনী যেকোনো কিছুর বিনিময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে নিরাপদ রাখতে চাইত। আর শত্রুদের নির্বিঘ্নে চলাচল ঠেকাতে গেরিলারা মাঝেমধ্যেই সেতু উড়িয়ে দিতেন। পথে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করতেন। তাই গেরিলাদের শায়েস্তা করতে হানাদাররা মহাসড়কঘেঁষা গ্রামগুলোতে হানা দিতে থাকে। একের পর এক চালাতে থাকে গণহত্যা, খুন। এসব দুঃসহ স্মৃতি এখন গৌরবের।

কালবেলা

Comments are closed, but trackbacks and pingbacks are open.