৩৮৬ কোটি টাকা ক্ষতির মুখে মুন্সীগঞ্জের চাষিরা

কাজী সাব্বির আহমেদ দীপু: নভেম্বরের মাঝামাঝি থেকে মুন্সীগঞ্জে শুরু হয়েছে আলু রোপণ। জমি চাষ দিয়ে বীজ রোপণের প্রস্তুতিও নিচ্ছিলেন অনেক কৃষক। এর মধ্যে হঠাৎ বৃষ্টিতে তলিয়ে গেছে আলুর জমি। কৃষকরা জমির আইল কেটে পানি নিষ্কাশন করছেন। সদ্য রোপণ করা বীজের পচন ঠেকাতে কেউ কেউ বালতি দিয়ে সেচে বৃষ্টির পানি সরানোর চেষ্টা করছেন। গতকাল রোববার জেলার সদর ও টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। বিপুল অর্থ খরচ করে চাষ করা জমির এ হাল দেখে মাথায় হাত তাদের। দু-একদিনের মধ্যে রোদ না উঠলে রোপণ করা বীজআলু পচে নষ্ট হয়ে যাবে। এতে ৩৮৬ কোটি টাকা লোকসানে পড়বেন আলু উৎপাদনে শীর্ষ এ জেলার চাষিরা। 

নিম্নচাপের কারণে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর মুন্সীগঞ্জে বৃষ্টি হয়েছে। জেলার বিস্তীর্ণ এলাকায় রোপণ করা আলুর জমি পানিতে তলিয়ে গেছে। এতে বীজআলু পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন করে বৃষ্টি না হলেও ২০-৩০ ভাগ বীজআলু নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করতে পারেনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

প্রতিষ্ঠানটির তথ্যমতে, বুধবার পর্যন্ত ছয় উপজেলায় ১৬ হাজার ২০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। সাধারণত হেক্টরপ্রতি ৫০ মণ বীজআলু রোপণ করা হয়। তবে চাষি ও ব্যবসায়ী সমিতি বলছে, মুন্সীগঞ্জে হেক্টরপ্রতি বীজ লেগেছে ৬৬ মণেরও বেশি। কৃষকদের হিসাবে হেক্টরপ্রতি বীজআলুতে খরচ ১ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ বীজআলুতে ২৩৬ কোটিরও বেশি টাকা খরচ হয়েছে। প্রতি হেক্টর জমিতে সার লেগেছে ১ হাজার ৬০০ কেজি। জমির ভাড়া ৭০ হাজার টাকা। শ্রমিক মজুরি হেক্টরে ৩৭ হাজার টাকা আর অন্যান্য খরচ ১৫ হাজার টাকা। অর্থাৎ হেক্টরপ্রতি ভাড়া নিয়ে আলু আবাদে খরচ হয়েছে প্রায় ৩ লাখ ২ হাজার ৯৫০ টাকা। সে হিসাবে ১৬ হাজার ২০০ হেক্টর জমিতে আলু চাষে খরচ হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। 

অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, ১৬ হাজার ২০০ হেক্টর জমির মধ্যে গত বৃহস্পতিবারের বৃষ্টিতে ১২ হাজার ৭৬২ হেক্টর জমি আক্রান্ত হয়েছে, যা এ বছরে জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াংশের বেশি। এতে চাষিরা ৩৮৬ কোটি টাকা ক্ষতির মুখে রয়েছেন। 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এবিএম ওয়াহিদুর রহমান বলেন, এখন যদি বৃষ্টি কমে যায় তাহলে ক্ষয়ক্ষতি তেমন হবে না। তবে আবারও বৃষ্টি হলে ক্ষয়ক্ষতি বাড়বে। জমির পানি দ্রুত অপসারণের পরামর্শ দেওয়া হচ্ছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আব্দুল আজিজ বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কী পরিমাণ জমির আলু নষ্ট হয়েছে তা বলা যাবে। পরে সেই প্রতিবেদন নীতিনির্ধারকদের কাছে পাঠানো হবে। তখন কোনো প্রণোদনা দেওয়া হলে কৃষকদের মাঝে বণ্টন করা হবে।

সমকাল

Comments are closed, but trackbacks and pingbacks are open.