মুন্সিগঞ্জের গজারিয়ায় গ্রাম্য সালিসে মারামারির ঘটনায় রোকেয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে। ৯ ডিসেম্বর (শনিবার) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন পৈক্ষারপাড় গ্রামে সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে গ্রাম্য শালিস মাতুব্বরদের উপস্থিতিতে একপক্ষের হামলায় নিহত হয়েছে নারী রোকেয়া বেগম এ ঘটনায় আহত হয়েছে নিহতের দুই ছেলে নেয়াম উল্লাহ ও সোহেল।
মারধর করে মাকে হত্যার অভিযোগে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি কে গজারিয়া থানায় হ্ত্যা মামলা রুজু করেন নিহতের ছেলে সোহেল।
মামলার দশ দিন পর এহজার নামিয় ১ নং আসামি মনজুর সরকার (৪০) উপজেলার ভবের চর ইউনিয়নের মৃত শহীদুল্লাহ সরকার ছেলে কে রাজধানীর মো. পুর এলাকা থেকে রেবের সহযোগিতা আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি তদন্ত আক্তার উজ জামান বলেন আসামি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজজি
Leave a Reply