প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা আহত হয়েছেন বলে জানায় পুলিশ।
মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার পোস্টার লাগানো নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার আধারার রাঢ়ীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম।
আহত আব্দুস সামাদ ব্যাপারী আধারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তিনি সদর হাসপাতালে ভর্তি আছেন।
আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, “বিকালে ওই এলাকায় পোস্টার লাগাতে গেলে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়ার নেতৃত্বে কাঁচি প্রতীকের কর্মীরা ‘কাঁচি দিয়ে’ আমার মাথায় আঘাত করেন।”
নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মাথায় ছয়টি সেলাই পড়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা সুরুজ মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে; জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি আমিনুল।
মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বর্তমান সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
এ আসনে কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। এখানে মৃণাল ও ফয়সাল ছাড়া আরও আটজন প্রার্থী আছেন।
বিডিনিউজ
Leave a Reply