মুন্সিগঞ্জে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে, কোনঠাসা কারিগররা

মাহবুব আলম জয়: গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে। বাঁশের তৈরি সামগ্রীর কারিগররা এখন অস্তিত্ব সংকটে দিন কাটাচ্ছেন। বাঁশের অভাব, প্রয়োজনীয় পুঁজি ও পরিকল্পিত উদ্যোগের অভাবে তাদের দুর্দিন দেখা দিয়েছে। বাজারে প্লাস্টিক সামগ্রীর সাথে পাল্লা দিতে না পেরে তারা এখন কোণঠাসা।

গজারিয়া উপজেলার একাধিক সাপ্তাহিক বাজারগুলোতে বাঁশের তৈরি বিভিন্ন পণ্যেরের পসরা সাজিয়ে বসে থাকতে দেখা গেলেও বাঁশের তৈরি পণ্য ক্রয় করতে ক্রেতার উপস্থিতি কম।

বাঁশ এমন একটি উদ্ভিদ যা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কাজে দরকার পড়ে। অনাদিকাল থেকে বাঁশের ব্যবহার বহুমাত্রিক। বাঁশবিহীন সমাজ পৃথিবীতে কখনো ছিল না, আজও নেই। গ্রামীণ জনপদে একসময় বাঁশঝাড় ছিল না এমনটা কল্পনাও করা যেতো না। যেখানে গ্রাম সেখানে বাঁশঝাড় এমনটিই ছিল স্বাভাবিক। মানুষের জীবনে বাঁশের প্রয়োজনীয়তা যে কতটা, তা লিখে তো নয়ই, বলেও শেষ করা যাবে না। বাড়ির পাশে বাঁশঝাড় ঐতিহ্য গ্রাম বাংলার চিরায়ত রূপ। কিন্তু বনাঞ্চলের বাইরেও এখন যেভাবে গ্রামীণ বৃক্ষরাজি উজাড় হচ্ছে তাতে হারিয়ে যাচ্ছে এ জাতীয় অজস্র গাছপালা। বাংলাদেশের জনজীবন থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশ ও বাঁশ শিল্প।

এক সময় বাসা-বাড়ি, অফিস-আদালত সবখানেই ব্যবহার করা হতো বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র। এখন সময়ের বিবর্তনে বদলে গেছে চিরচেনা সেই চিত্র।

বর্তমানে স্বল্প দামে হাতের নাগালে প্লাস্টিক সামগ্রী পাওয়ায় কুটির শিল্পের চাহিদা আর তেমন নেই। তাছাড়াও দুষ্প্রাপ্য হয়ে পড়েছে এ শিল্পের কাঁচামাল বাঁশ ও বেত। এখন আর আগের মতো বাড়ির আশেপাশে বাঁশ ও বেত গাছ রাখছে না কেউ। সেগুলো কেটে বিভিন্ন চাষাবাদসহ দালান তৈরি করছে মানুষ। তাই কাঁচামাল আর আগের মতো সহজেই পাওয়া যায় না।

এখন আর যেখানে সেখানে দেখা মেলে না আর বাঁশঝাঁড়। তাছাড়াও প্লাস্টিক ও অন্যান্য দ্রব্যের পণ্য টেকসই ও স্বল্পমূল্যে পাওয়ায় সাধারণ মানুষের চোখ এখন সেগুলোর ওপর।

সরেজমিনে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামে গিয়ে দেখা যায়, ঐ সব শিল্প পরিবারগুলোর সবাই বাড়ির আঙ্গিনায় বসে ঝুড়ি, বাঁশের চাই, চালন, কুলা, জালি, পাখা, মাটি কাটার উড়াসহ গৃহস্থালির বিভিন্ন প্রকারের জিনিসপত্র তৈরি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পুরুষের পাশাপাশি নারীরাও বাঁশের তৈরি পণ্যের কাজে সহযোগিতা করছেন। কেউ বাঁশ টুকরো করছে কেউ নানা প্রকার পণ্য তৈরির কাজ করছেন। তৈরি করা ঐসব জিনিসগুলো হাট বাজারে বিক্রি করছেন।

লক্ষন নামে এক ব্যক্তি বলেন, তিনি প্রায় বাঁশ শিল্পের সাথে প্রায় ৩৫ বছর যাবৎ এই কাজের সাথে জড়িত ছিলেন। অতীত বাঁশ শিল্পের কদর থাকলেও বর্তমান তেমন কোন কদর নেই। প্লাস্টিক পণ্য কারনে বাঁশের তৈরি জিনিস পত্রের চাহিদা কমে যাচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমান বাঁশের দাম অনেক বেশি যার কারণে আমরা এই শিল্প টিকিয়ে রাখতে পারছি না। তাই জীবিকার তাগিদে অন্য কাজ করতে হচ্ছে।

নিউজজি

Leave a Reply