সিরাজদীখানে খ্রিষ্টানপল্লিতে উৎসবের মৌতাত

রাত পোহালেই ২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। মূলত যিশুখ্রিষ্টের জন্মদিনকেই খ্রিষ্টানরা বড়দিন হিসেবে উদযাপন করেন। এ নিয়ে দেশজুড়ে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে গির্জাগুলো সেজেছে উৎসবের সাজে। আজ রোববার রাত ১২টা ১ মিনিটে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে বড়দিন উদযাপনের আনুষ্ঠানিকতা।

এদিকে জাঁকজমকপূর্ণভাবে বড়দিন উদযাপনে মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর খ্রিষ্টানপল্লিতে চলছে সাজসজ্জা আর ব্যাপক প্রস্তুতি। উপজেলার তিন গ্রামের প্রায় ৪০০ খ্রিষ্টান পরিবারে ছড়িয়ে পড়েছে উৎসবের মৌতাত। অতিথিদের নিমন্ত্রণ করা হচ্ছে এসএমএস, কার্ড আর পোস্টকার্ডে। অতিথি আপ্যায়নে ঘরে ঘরে তৈরি হচ্ছে পিঠাপুলি। এ ছাড়া বাড়ি বাড়ি শোভা পাচ্ছে চমৎকার সাজে সাজানো ক্রিসমাস ট্রি।

উপজেলার শুলপুরে অবস্থিত সাধু যোসেফ গির্জা সাজানো হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জায়। গির্জার অভ্যন্তরে প্রদর্শন করা হচ্ছে কুঁড়েঘরের ভেতরে মা মেরির কোলে শিশু যিশুর প্রতিচ্ছবি। বড়দিনে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হয়েছে স্বেচ্ছাসেবক দল। গির্জার ফাদার লিন্টু ফ্রান্সিস ডি কস্টা বলেন, ‘বড়দিন উদযাপনে আমাদের প্রার্থনা থাকবে দেশে দেশে যেন শান্তি বিরাজ করে। বড়দিনের উদযাপন দেশের খ্রিষ্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান সৌহার্দ্য-সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে।’

এদিকে বড়দিনকে কেন্দ্র করে খ্রিষ্টান ধর্মাবলম্বী অনেক পরিবারে আয়োজন হয় অনেক বিয়ের। যে কারণে এই দিনকে কেন্দ্র করে প্রতিটি পরিবারে আত্মীয়স্বজনের উপস্থিতিও থাকে অন্যান্য সময়ের চেয়ে বেশি। এবারও তার ব্যতিক্রম হয়নি। ছিল কঠোর নিরাপত্তার ব্যবস্থা।

কেয়াইন ইউপি সদস্য নয়ন রোজারিও বলেন, ‘পুলিশ ও প্রশাসন বড়দিন উদযাপনে সার্বিক সহযোগিতা করছে।’

সিরাজদীখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে আমি দেখা করেছি। পুলিশও মোতায়েন আছে।

সমকাল

Leave a Reply