শ্রীনগরে দুই মোটরসাইকেল সংঘর্ষে আহত ৩

শ্রীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চালকসহ ৩ জন আহত হয়েছে। গত রোববার (২৪ ডিসেম্বর) বিকালে শ্রীনগর ছনবাড়ি-শ্রীনগর চকবাজার সড়কের হরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- পজেলার বেজগাঁও এলাকার সজিব, মুন্না ও রক্ষিত পাড়ার গাজি সামনুন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, শ্রীনগর চকবাজার গামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিকে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালকসহ ৩ জন ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছনবাড়িগামী মোটরসাইকেলটির অসাবধানতার জন্য এই সংঘর্ষ হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

নিউজজি

Leave a Reply