জসীম উদ্দীন দেওয়ান: ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচন। ৯ জন প্রার্থী থাকলেও মাঠের লড়াইয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার কবির এবং বিকল্প ধারার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মাহী বি চৌধুরী।
তৃণমূল বিএনপির মহাসচিব এবং প্রয়াত আইনজীবী ও রাজনীতিবিদ নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা এই আসনে প্রার্থী হলেও এখনও ভোটের মাঠে শক্তভাবে নিজের অবস্থান জানান দেননি। ভোটাররা বলছেন সুষ্ঠু নির্বাচন হলে কে জয়ী হবেন এখনই নিশ্চিত করে বলার কোন সুযোগ নেই।
রাজধানীর পাশে শ্রীনগর আর সিরাজদিখান উপজেলা নিয়ে সংসদীয় আসন মুন্সীগঞ্জ-১। ১৯৯১ থেকে ২০০১ সালের সংসদ পর্যন্ত আসনটি ছিলো অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও তার ছেলে মাহী বি চৌধুরীর। ২০০৮ সালে জয়ী হন আওয়ামী লীগের সুকুমার রঞ্জন ঘোষ।
২০১৮ সালে মহজোট থেকে নৌকা প্রতীকে বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী হিসাবে আবারও সংসদ সদস্য হন মাহী চৌধুরী। তিনি এবারও নির্বাচন করছেন, তবে এবার আর তাকে আসন ছেড়ে দেয়নি আওয়ামী লীগ। তাই নিজ দলের প্রতীকেই নেমেছেন ভোটের যুদ্ধে।
এবার সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদকে নৌকার প্রতীক তুলে দিয়েছে আওয়ামী লীগ। স্বাধীনতার পর কোন দল থেকেই সিরাজদিখানের কোন প্রার্থীকে কাউকে মনোনয়ন দেয়নি, তাই বাড়তি সুবিধা পাবেন প্রথমবারের মত এই এলাকার প্রার্থী।
‘আমরা সবাই আওয়ামী লীগের লোক, দল মনে করলে বিরোধিতা করবো’‘আমরা সবাই আওয়ামী লীগের লোক, দল মনে করলে বিরোধিতা করবো’
এখানে দুই জনের লড়াইয়ে প্রভাব হয়ে উঠতে পারেন আরেক স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার কবির। তার অভিযোগ, এলাকার মানুষ কখনো বর্তমান সংসদ সদস্যকে কাছে পায় না। ভোটের জন্য পুরো এলাকা চষে বেড়াচ্ছেন তিন প্রার্থী। তবে নিজেদের বিবেচনায় ভোট দিতে চান ভোটাররা।
এই নির্বাচনী এলাকার উপর দিয়েই গেছে পদ্মাসেতু আর বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে। হয়েছে রেললাইনসহ দৃশ্যমান সব উন্নয়ন। নির্বাচনে এসব কিছুই প্রভাব ফেলবে বলে মনে করেন এলাকাবাসী।
একাত্তর
Leave a Reply