মুন্সিগঞ্জ-৩: ব্যাখা দিতে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লব আদালতে

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুন্সিগঞ্জ-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের নির্দেশে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মুন্সিগঞ্জ যুগ্ম জেলা ও দায়রাজজ আদালত-২ এর বিচারক ফাহমিদা খাতুনের আদালতে উপস্থিত হন।

পরে তিনি সেখানে লিখিত ও মৌখিক ব্যাখ্যা প্রদান করেন। লিখিত ব্যাখ্যার প্রেক্ষিতে আদেশটি পরর্বতীতে জানানো হবে মর্মে সিদ্ধান্ত জানান আদালতের বিচারক।

এর আগে আচরণবিধি ভঙ্গের অভিযোগে সোমবার আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মুন্সিগঞ্জ যুগ্ম জেলা ও দায়রাজজ আদালত-২ এর বিচারক ফাহমিদা খাতুন লিখিতভাবে কারণ দর্শানোর এ নির্দেশ দেন।

কারণ দর্শানোর নোটিশ থেকে জানা যায়, বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের লোকজন মুন্সিগঞ্জ পৌরসভাকে নির্বাচনী প্রচার কেন্দ্র বানিয়ে সেখান থেকে পোস্টার, হ্যান্ডবিল বিতরণ এবং সার্বক্ষনিক লোকজন নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করেন। এছাড়া প্রার্থীর উপস্থিতিতে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরসহ আরও বেশ কিছু নির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু ও ছাত্রলীগ কর্মী এস এম কিবরিয়া এবং নৌকা প্রতীকের সমর্থক শাহ আলম জেলা প্রশাসকের কার্যালয়ে মোহাম্মদ ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে অভিযোগ করেন।

নোটিশে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আরও বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এবং পত্রিকায় প্রকাশিত তথ্যসমূহ বিশ্লেষণে পরিলক্ষিত হয়েছে, মোহাম্মদ ফয়সাল বিপ্লব ওই কার্যক্রমের মাধ্যমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬ (ঘ) ও ৮(ক) এর বিধান অমান্য করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন বিষয়টি নির্বাচন কমিশনের নিকট প্রেরণ করা হবে না। সেটি আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে মধ্যে কমিটির অস্থায়ী কার্যালয় মুন্সিগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালতে, ব্যক্তিগতভাবে হাজির হয়ে, লিখিত ব্যাখা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লব বলেন, আমার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো ভিত্তিহীন। এটি উল্লেখ করে আমি লিখিতভাবে ব্যাখ্যা দিয়েছি। একই সঙ্গে বিজ্ঞ বিচারকের কাছে এসব অভিযোগের ঘটনার বর্ণনা দিয়ে, ভুল না করা সত্ত্বেও ক্ষমা প্রার্থনা করেছি। আশা রাখি আদালত বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ঢাকা মেইল

Leave a Reply